Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ২ জুন ২০২০

মায়ের থেকেই করোনা সংক্রমিত হয়েছিলেন ওয়াজিদ খান

সোমবার রাতে মারা যান ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ওয়াজিদ খান। কিডনির সমস্যাসহ অনেক রোগে আক্রান্ত ছিলেন ওয়াজিদ খান। পরে হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন।

কিন্তু জানা গেছে ওয়াজিদের আগেই নাকি তার মা রোজিনা খান করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। ধারণা করা হচ্ছে মায়ের থেকেই করোনা সংক্রমিত হয়েছেন এই সংগীত পরিচালক।

তবে রেজিনা খান বর্তমানে সুস্থ হওয়ার পথে, আর তার আগেছে ছেলে চলে গেলেন পরপারে।

বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে মৃত্যুর পর যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেখানে ওয়াজিদ খান করোনায় আক্রান্ত ছিলেন বলে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে কেউ কেউ বলছেন কিডনির সমস্যা ও হৃদযন্ত্র বিকলের ফলে ওয়াজিদের মৃত্যু হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ