Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২১, ২ জুন ২০২০

সেই মৃত মায়ের সন্তানের দায়িত্ব নিলেন শাহরুখ

কয়েকদিন আগে ভারতের মুজাফফরপুর স্টেশনে মারা যান এক শ্রমিক মা। সেই মায়ের মৃতদেহ ঘিরে অসহায় সন্তানের আহাজারি দেখে কান্না ধরে রাখতে পারেননি বলিউড থেকে টলিউডের তারকারা।

সেই শিশুটির মায়ের মৃত্যু বোঝার বয়স হয়নি এখনো। মায়ের শরীরের চাদর ধরে টানাটানি করছে একরত্তি সন্তান। যেন মা-কে জাগানোর চেষ্টা।

ওই হৃদয় বিদারক ঘটনার ভিডিও দেখার পর শাহরুখ খানও নিজের কান্না ধরে রাখতে পারেন নি।তাই সেই ছোট শিশুর দায়িত্ব নিতে এগিয়ে এলেন শাহরুখ খান। 

শিশুটিকে দেখে মর্মাহত শাহরুখ। তার সংস্থা মীর ফাউন্ডেশনকে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করার কথা জানান। তারাই যোগাযোগ করেন শিশুটির পরিবারে সঙ্গে। এরপরই শিশুর পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মীর ফাইন্ডেশন ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টুইটের মাধ্যমে জানানো হয়েছে এই তথ্য। সাথে  ধন্যবাদ জানানো হয়েছে তাদের যারা ওই শিশু এবং তার পরিবারকে খুঁজতে সাহায্য করেছিলেন।

মীর ফাউন্ডেশনের টুইটকে পালটা রিট্যুইট করেন বাদশা নিজেও। বর্তমানে শিশুটি তার দাদা-দাদির কাছে রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ