Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ৩ জুন ২০২০
আপডেট: ১৫:২৬, ৩ জুন ২০২০

আজ অমিতাভ-জয়ার ৪৭তম বিবাহবার্ষিকী

আজ বুধবার ৩ জুন বলিউডডের আদর্শ দম্পতিদের মধ্যে প্রথমেই থাকা অমিতাভ-জয়ার বিবাহবার্ষিকী।  

১৯৭৩ সালের আজকের এই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। বড় পর্দায় জুটি বেঁধেও অভিনয় করেছেন অমিতাভ-জয়া। ‘সিলসিলা’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’সহ বেশকিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। একসঙ্গে সিনেমায় অভিনয় করতে গিয়েই জড়িয়ে ছিলেন ভালোবাসার বন্ধনে।

আজকের দিনেই অমিতাভ বচ্চন ফাঁস করে দিলেন নিজের বিয়ের এক অজানা তথ্য।

আজ (৩ জুন) কয়েকটি ছবি পোস্ট করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আজ আমাদের বিয়ের ৪৭ বছর পূর্ণ হলো। ৩ জুন ১৯৭৩ সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি ‘জঞ্জীর’ সিনেমা সফল হয় জয়া ও কয়েকজন বন্ধু মিলে প্রথমবারের মতো লন্ডন ঘুরতে যাব। বাবা এমন সিদ্ধান্তের কথা শুনে আদেশ দিলেন দিলেন, যেতে হলে আগে জয়াকে বিয়ে করতে হবে, না হলে যাওয়া যাবে না। সুতরাং, মেনে নিলাম। তার কেটে গেলো অনেক বসন্ত।’

অমিতাভ-জয়া দম্পতির পরিবার সম্পর্কে সবাই জানে। অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চনকে নিয়ে তাদের সুখের সংসার। এখন সেই সংসারের বৌ সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের ঘরে এসেছে অভিষেক-ঐশ্বরিয়ার দম্পতির একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ