Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ৩ জুন ২০২০

নায়ক হেলাল খানের পরিবার করোনায় আক্রান্ত

পারিবারিক সূত্রে শৈশব থেকেই আমেরিকার স্থায়ী বাসিন্দা নায়ক হেলাল খান  নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশে নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। স্ত্রী, তিন ছেলে এবং নয় ভাইবোনের সবাই নিউইয়র্কে থাকেন। এ বছরের জানুয়ারিতে বাংলাদেশেই ছিলেন হেলাল খান। হঠাৎ বাবার অসুখের খবর শুনে ছুটে যান আমেরিকা।

গত মাসে করোনা পজিটিভ হয়ে হেলাল খানের বাবা মারা গেছেন। একই কারণে মারা গেছেন তাঁর পরিবারের আরেক সদস্য। তাঁর দুই ভাই, ভাইয়ের স্ত্রী, ভাতিজা–ভাতিজিসহ ৫ জন করোনা পজিটিভ ছিলেন।

এই নায়ক বলেন,‘করোনায় আমাদের পুরো পরিবারের ওপর দিয়ে ভয়াবহ ধকল যাচ্ছে। পুরো পরিবার আক্রান্ত। সবকিছু মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না।’

১৯৯৪ সালে গীতিকার ও প্রযোজক মাসুদ করিমের হাত ধরে ঢালিউড চলচ্চিত্রে পা রাখেন তিনি। তাঁর অভিষেক ছবি ‘প্রিয় তুমি’। এই ছবিতে ওমর সানী এবং মৌসুমীর সঙ্গে নবাগত নায়ক হিসেবে যোগ হয় হেলাল খানের নাম।

প্রথম ছবি বাণিজ্যিক সফলতা পেলে ভাগ্য বদলে যায় এই নায়কের। পার্শ্বনায়ক থেকে হয়ে ওঠেন ঢালিউডের নায়ক হেলাল খান। একে একে তিনি ভক্তদের সাগরিকা, জুয়াড়ি, হাছনরাজা, বাজিগরসহ অনেক সফল ছবি উপহার দেন।

 

সূত্র:প্রথম আলো

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ