Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ৩ জুন ২০২০

আমার চ্যানেলের জন্য নাটক প্রযোজনা করবো- মেহজাবিন

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের মঞ্চ থেকে শোবিজে যাত্রা করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটক-টেলিছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে চলেছেন এই অভিনেত্রী।

কোটি কোটি দর্শক তার অভিনয় দেখে হাসেন, কাঁদেন। বিশেষ করে ‘বড় ছেলে’ নাটকটি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা দিয়েছে তাকে। করোনা পরিস্থিতির কারণে এবছর তেমন কোনো নাটকে অভিনয় করেননি মেহজাবিন। এরপরও তার অভিনীত ৯টি নাটক এবারের ঈদে প্রচারিত হয়েছে, যেগুলো করোনা পরিস্থিতির আগে শুটিং করা হয়েছিলো।

এবার ঘরে বসে নিজের এক ইচ্ছার কথা জানালেন এই অভিনেত্রী। আগামীতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নাম লেখাতে চান তিনি। সেই লক্ষ্যেই সামনে এগিয়ে যাচ্ছেন তিনি।

মেহজাবিন চৌধুরী বলেন, ‘করোনার কারণে শুটিং করছি না। শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে শুনলাম, এরপরও এখন শুটিং করতে চাই না। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই শুটিং করবো। বর্তমানে বাসায় নিজের ইউটিউব চ্যানেলটাকে সময় দিচ্ছি। আমার চ্যানেলটি আরও একটু প্রতিষ্ঠিত হোক। এরপর আমার চ্যানেলের জন্য নাটক প্রযোজনা করবো।’

মেহজাবিনের ইউটিউব চ্যানেলটি বেশ অল্প সময়ের মধ্যেই সাড়া ফেলেছে। তাতে এখন সাবস্ক্রাইবার রয়েছে ৫ লাখ ৯৫ হাজারেরও বেশি। এখানে নানা রকম ভিডিও প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে নিজের প্রযোজিত নাটক প্রকাশ করতে চান এই চ্যানেল থেকেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ