Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ৪ জুন ২০২০
আপডেট: ১৬:৪৭, ৪ জুন ২০২০

চলে গেলেন বলিউডের কিংবদন্তি পরিচালক বাসু চট্টোপাধ্যায়

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বলিউডের কিংবদন্তী পরিচালক ও চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার মুম্বাইয়ে মৃত্যু হয় তার।

বাসু চট্টোপাধ্যায়ের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বাসু চট্টোপাধ্যায় দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

দুপুর ২টার দিকে মুম্বাইয়ের সান্তাক্রুজে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

এদিকে বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাসু চট্টোপাধ্যায়ের পরিবার ও পরিজনদের উদ্দেশে নিজের সমবেদনা ব্যক্ত করেছেন।

১৯৩০ সালে রাজস্থানের অজমের শহরে জন্ম হয় তার। তার মৃত্যুতে শিল্প মহলেও নেমে এসেছে শোকের ছায়া। পরিচালক মধুর ভণ্ডারকর এদিন টুইটারে লেখেন, প্রবাদপ্রতিম পরিচালকের মৃত্যুতে গভীতভাবে শোকাহত। তার সুক্ষ্ম রসবোধ এবং সহজ করে ছবির গল্প বলার ক্ষমতা সারা জীবন মনে থেকে যাবে। 

পরিচালক অশ্বিনী চৌধুরী লেখেন, রেস্ট ইন পিস বাসুদা। পরিবারের প্রতি সমবেদনা। পরিচালক সুজিত সরকার বলেছেন, ‘বাসু চট্টোপাধ্যায়ের সঙ্গেই আমি প্রথম সহ পরিচালক হিসেবে কাজ করেছিলাম। একটি টিভ ইসিরিয়ালের শুট ছিল, দিল্লির সিআর পার্কে। ওর আত্মার শান্তি কামনা করি।

বাসু চট্টোপাধ্যায় পরিচালিত বিখ্যাত সিনেমাগুলো হলো ‘সারা আকাশ’, ‘পিয়া কে ঘর’, ‘খাট্টা মিঠা’, ‘চক্রব্যুহ’, ‘বাতো বাতো মে’, ‘জিনা ইহা’, ‘আপনে পেয়ারে’। দূরদর্শনে প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’ এবং ‘রজনি’ও তারই পরিচালনা।

সূত্র- আনন্দবাজার পত্রিকা

আইনিউজ/এসবি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ