বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:১৬, ৬ জুন ২০২০
করোনা কেড়ে নিল প্রযোজক অনিল সুরির প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নে ফেরার দেশে চলে গেলেন বলিউডের বর্ষীয়াণ প্রযোজক অনিল সুরি।
প্রয়াত পরিচালক বাসু চ্যাটার্জি নির্মিত ও অমিতাভ বচ্চন অভিনীত ‘মঞ্জিল’ সিনেমা প্রযোজনা করেছেন অনিল। বাসু চ্যাটার্জি গত বৃহস্পতিবার মারা গেছেন। একই দিনে চলে গেছেন অনিলও।
ভারতীয় গণমাধ্যম জানায়, মুম্বাইয়ের অ্যাডভান্সড মাল্টিস্পেশিয়ালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৭ বছর বয়সী অনিল।
অনলি সুরির ভাই রাজীব সুরি বলেন, `২ জুন থেকে জ্বরে ভুগছিলেন অনিলদা। পরদিনই অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট শুরু হয়। পরে দাদাকে নিয়ে লীলাবতী ও হিন্দুজা হাসপাতালে গিয়েছিলাম। বেড না থাকার অজুহাতে দু’টি হাসপাতাল থেকেই আমাদের ফিরিয়ে দেওয়া হয়।
পরে অ্যাডভান্সড মাল্টিস্পেশিয়ালিটি হাসপাতালে ভর্তির পর জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার ভেন্টিলেটরে রাখা হলে পরে সন্ধ্যায় ৭ টার দিকে মারা যান। ‘রাজ তিলক’, ‘কর্মযোগী’-এর মতো একাধিক হিন্দি সিনেমার প্রযোজক ছিলেন অনিল সুরি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
সর্বশেষ
জনপ্রিয়