বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ৭ জুন ২০২০
আপডেট: ১২:৪৮, ৭ জুন ২০২০
আপডেট: ১২:৪৮, ৭ জুন ২০২০
শুভ জন্মদিন ফেরদৌস

আজ নন্দিত চিত্রনায়ক ফেরদৌসের জন্মদিন। ১৯৭২ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করেছেন। অভিনয়ের আগে ফেরদৌস একজন র্যাম্প মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন। ছটকু আহমেদ পরিচালিত ‘বুকের ভেতর আগুন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন তিনি।
তবে ১৯৯৮ সালে তিনি খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা।
জন্মদিনের পরিকল্পনা নিয়ে ফেরদৌস জানান, 'আলাদা করে প্ল্যান নেই কোনো। এই বছরে তো প্ল্যান করে বিশেষ কিছু করার অবস্থাও নেই। এই বছরের জন্মদিনটা একেবারে ব্যতিক্রম। বাসায় আছি। আমার দুই মেয়ের সঙ্গে মজা করবো। গতকাল রাতে মেয়েরা আমাকে কেক এবং পিৎজা বানিয়ে সারপ্রাইজ দিয়েছে। তাছাড়া অনেকেই ফোন দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।'
জন্মদিনের বিশেষ স্মৃতি প্রসঙ্গে তিনি বলেন, 'স্মৃতি একেক সময় একেক রকম। প্রতিবার বাবাকে খুব মিস করি। এবার ভাইবোনদের মিস করবো। তবে এবার মনটা খারাপ বাসুদেব (চ্যাটার্জি) দাদাকে হারিয়ে। জানি তিনি দূর থেকেও আমাকে দোয়া করবেন।'
ফেরদৌস এ পর্যন্ত বাংলাদেশে সরকারের পক্ষ থেকে ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন। এ ছবিগুরো হচ্ছে, ‘হঠাৎ বৃষ্টি’, ‘গঙ্গাযাত্রা’, ‘কুসুম কুসুম প্রেম’, ও ‘এক কাপ চা।
নায়ক ফেরদৌস বলিউডের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সে ছবির নাম ‘মিট্টি’।
বর্তমানে তিনি জ্যাম ও গাঙচিল শিরোনামের দুটো ছবিতে কাজ করছেন কিন্তু করোনা প্রভাবের জন্য আটকে আছে শুটিং।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
সর্বশেষ
জনপ্রিয়