Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ৭ জুন ২০২০

নোবেলের সেই তামাশা গানে ‘ডিসলাইক’ এর ঝড়

ছবি: ভিডিও থেকে নেয়া

ছবি: ভিডিও থেকে নেয়া

প্রকাশ পেয়েছে জি-বাংলা রিয়েলিটি শো ‌‌‘সারেগামা’ থেকে পরিচয় পাওয়া বিতর্কিত গায়ক নোবেলের সেই গান ‘তামাশা’। কিন্তু গানটিতে যেন হতাশ হয়েছে দর্শক মহল। প্রকাশের সাত ঘণ্টার মধ্যেই গানটি ৪ লাখের বেশি বার ভিউ হয়েছে। তবে গানটিতে ঝড়ের বেগে পছন্দের থেকে অপছন্দই প্রকাশ করছেন দর্শকরা। আর এটি বেড়েই চলেছে।

গানটি নোবেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। প্রকাশের ৭ ঘন্টায় ৪ লাখের বেশি মানুষ দেখেছেন। এখানে লাইক পড়েছে ১৬ হাজার ও ডিসলাইক পড়েছে ৭৪ হাজারেও বেশি।

‘তামাশা’ গানটি নোবেলের তৃতীয় মৌলিক গান। তবে বাংলাদেশে এটি প্রথম। আগের দুটি গান কলকাতায় প্রকাশ হয়েছে।

‘তামাশা’ গানের প্রচারণার জন্য বাংলাদেশ-ভারতব্যাপী বিতর্ক তৈরি করেছিলেন নোবেল। অপমান করেছিলেন দেশের লিজেন্ড শিল্পীদের। এমন কী ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েও বাজে মন্তব্য করেছিলেন। সেই কারণে ভারতে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। দেশে র‌্যাবের ডাকে সাড়া দিয়ে ক্ষমা চাইতে হয়েছে তাকে।

যে গানের জন্য এতো কিছু, সেই গান শুনে হতাশ হয়েছে দর্শক। তাই গানটির জন্য নোবেল পাচ্ছেন ডিসলাইক ও ‘বাজে’ মন্তব্য। কেউ কেউ বলছেন লিজেন্ডদের বিখ্যাত গান গেয়ে পরিচিতি পাওয়া হয়তো সহজ, কিন্তু নিজে ভালো মৌলিক গান দিতে অনেক সাধনা করতে হয়। ছোট মুখে বড় কথা বললেই দর্শক প্রিয় হওয়া যায় না।

নোবেলের এই তামাশা গানের মডেল তারই স্ত্রী মেহরুবা সালসাবিল। গানের কথা ও সুর করেছেন কৌশিক জিহান, আয়োজনে টিম নোবেল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন নাজমূল হাসান।

আইনিউজ/এসবি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ