বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৪৩, ৮ জুন ২০২০
আপডেট: ০২:৫৮, ৮ জুন ২০২০
আপডেট: ০২:৫৮, ৮ জুন ২০২০
বলিউডের প্রযোজক ও নির্মাতা একতা কাপুরকে ধর্ষণের হুমকি

সম্প্রতি একটি ওয়েব সিরিজ নিয়ে তুমুল বিতর্কের জের ধরে বলিউডের জনপ্রিয় প্রযোজক ও নির্মাতা একতা কাপুরকে ধর্ষণের হুমকি দেয়া হয়। তাঁর প্রযোজিত এই সিরিজে ভারতীয় সেনাবাহিনীকে কটাক্ষ করার অভিযোগে এরইমধ্যে একপক্ষ মামলাও করেছে।
অন্যদিকে 'সিরিজে নগ্নতা দেখানো হয়েছে, যেটা ভারতীয় সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক’ এই অভিযোগে একদল নেটিজন একতা কাপুরকে ধর্ষণ করার হুমকি দিয়েছে।
একতা কাপুর এক বিবৃতিতে বলেন, 'হ্যাঁ, একটা এফআরআই হয়েছে আমার বিরুদ্ধে। যাদের অনুভূতিতে আঘাত লেগেছে তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। কাউকে আহত করা আমার উদ্দেশ্য না। আমি কেবল মানুষকে বিনোদন দেওয়ার জন্য কনটেন্ট বানাই।’
৪৫ বছর বয়সী প্রভাবশালী এই প্রযোজক ও নির্মাতা আরও বলেন, 'আমি একজন গর্বিত ভারতীয়, ভারতীয় সেনাবাহিনীকে ছোট করার তো কোন প্রশ্নই আসে না। তারপরেও যারা আহত হয়েছেন, আমি শুধু বলতে চাই, কাউকে আহত করা আমাদের উদ্দেশ্য না।'
তিনি বলেন, 'সিরিজে যৌনদৃশ্য দেখানো হয়েছে। আর সেজন্য আমি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ধর্ষণের হুমকি পাচ্ছি। প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। আমার ৭১ বছর বয়সী মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তারমানে আমরা জানলাম, যৌনতা খুবই খারাপ বিষয়। কিন্তু ধর্ষণ ভালো। পর্দার একটা কাল্পনিক চরিত্রের জন্য আমাকে এই অবস্থার ভিতর দিয়ে যেতে হচ্ছে। আর যারা এই সমস্ত বলছে, করছে, সেই রক্ত মাংসের মানুষগুলোর বেলায়? তারা নাকি আমার নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেবে। এই প্রাণীগুলোর দ্রুত আরোগ্য কামনা করছি।'
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
সর্বশেষ
জনপ্রিয়