Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ৮ জুন ২০২০

নেপাল থেকে ২৪৭ জন শ্রমিককে ফিরিয়ে আনলেন দেব

করোনা পরিস্থিতিতে দেশের মানুষদের সহায়তায় ভারতীয় তারকারা নানাভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন। সবার মতো কলকাতার জনপ্রিয় নায়ক ও সাংসদ দেব এসেছেন।

নেপাল থেকে ২৪৭ জন পরিযায়ী শ্রমিককে বাড়িতে ফিরিয়ে আনলেন দেব। দেব নিজেই পরিযায়ী শ্রমিকদের নেপাল থেকে ফিরিয়ে আনার খবর টুইটারে জানান।

টুইটে দেব লিখেন, ‘শ্রমিকদের নেপাল বর্ডার থেকে ঘাটালে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এজন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তার টিমের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি, দার্জিলিঙের সিএস, ডিএম, গৌতম সান্যাল সহ অন্যান্যদেরও ধন্যবাদ জানাচ্ছি।’

দেব আরও বলেন, ‘এই কাজটা আমি একা করতে পারতাম না। যারা সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ফিরেছেন, তাদেরকে বলব ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার জন্য।’

তাছাড়া করোনা মোকাবিলায় নিজের লোকসভা কেন্দ্র ঘাটালের বাসিন্দাদের জন্য ১ কোটি টাকা দিয়েছিলেন সাংসদ দীপক অধিকারী দেব।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ