Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৫, ৯ জুন ২০২০

মাহফুজুর রহমান ‘আগামীর তারকা’ খুঁজছেন

ফাইল ছবি

ফাইল ছবি

‘দূরে থেকেও কাছে থাকা’ এই শ্লোগান নিয়ে ড. মাহফুজুর রহামানের টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে ব্যতিক্রমী রিয়েলিটি শো ‘সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন ও আগামীর তারকা’। করোনাভাইরাসের সময়ে ঘরবন্দী জীবনে সুপ্ত প্রতিভা বিকাশে মেতে ওঠার জন্য এই আয়োজন করছে এটিএন মিডিয়া কমিউনিকেশন।

এটিএন বাংলা কার্যালয়ে সোমবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আয়োজনের চিফ কোর্ডিনেটর ও এটিএন এম সি এল এর সি ই ও সাজেদুর রহমান মুনিম। প্রতিযোগিতার উদ্বোধন করেন এটিএন বাংলা, এটিএন নিউজ'র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

এ সময় আয়োজকরা জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া দুই বাংলা’র অনলাইন একক সংগীত, নৃত্য ও একক অভিনয় প্রতিযোগিতায় ১০-১৮ এবং ১৯-৩০ বয়স ক্যাটাগরির দু’টি বিভাগে প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। আগ্রহী শিল্পীদের আগামী ২০ জুনের মধ্যে নিজের গাওয়া পূর্ণাঙ্গ একক সংগীত, একক অভিনয় অথবা একক নৃত্যের ২টি করে চার মিনিটের ভিডিওসহ রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্যের জন্য  ই-মেইল: [email protected] ও হোয়াটস অ্যাপ : +8801715-008310, +8801795356301 এই ঠিকানায় যোগাযোগ করতে হবে।

প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে ড. মাহফুজুর রহমান বলেন, বাংলা ভাষাভাষীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার প্রত্যয়ে এটিএন বাংলা সবসময়ই ভূমিকা রেখেছে। পৃথিবীব্যাপী মানুষ যখন ঘরে থেকে ক্লান্ত-শ্রান্ত হয়ে গেছে, মানসিক অবসাদে ভুগছে শিশু-কিশোররা, সেই সময়ে এই আয়োজন কিছুটা হলেও সকলের মাঝে স্বস্তির নিঃশ্বাস হয়ে থাকবে।

শফিউল আলম বাবু উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, নৃত্যশিল্পী নিলুফার ওয়াহিদ পাপড়ি, সোহেল রহমান, নির্মাতা নার্গিস আক্তার, মুরাদ পারভেজ, মাসুম শাহরীয়ার, অভিনেত্রী সুমনা সোমা এবং বিউটিশিয়ান ফারনাজ আলম।

এ সময় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতা থেকে যে সকল শিল্পী বেরিয়ে আসবে তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দেবে এটিএন বাংলা। এছাড়াও তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

আইনিউজ/এসবি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ