বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:৪৮, ১০ জুন ২০২০
আপডেট: ২১:১৩, ১০ জুন ২০২০
আপডেট: ২১:১৩, ১০ জুন ২০২০
বৃদ্ধার দায়িত্ব নিলেন সুজানা

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। অভিনয়ের পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত তিনি। শুধু তাই নয় একজন সমাজ সচেতন মানুষ হিসেবেও সমাদৃত।
করোনা পরিস্থিতি অসহায়দের সাহায্যে তিনি এগিয়ে এসেছেন। তাছাড়া বছরজুড়েই এতিম ও বৃদ্ধদের জন্য নানারকম উদ্যোগ লক্ষ করা যায় তার।
এবার ময়মনসিংহ জেলার ভালুকা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার এক বৃদ্ধার দায়িত্ব নিলেন সুজানা। আমেনা খাতুন নামের এই বৃদ্ধার বয়স ৭০ এরও বেশি। তার স্বামী মারা গেছেন অনেক আগেই। তিনি নিঃসন্তান। মানুষের কাছে চেয়ে চেয়ে খাবার খেয়ে দিন চলতো তার।
ময়মনসিংহের 'মানবতার হাত ফাউন্ডেশন'র রাফির মাধ্যমে সুজানা করোনার সময়ে অসহায় মানুষদের নানারকম সহায়তা করেছেন। সে সময়েই এই বৃদ্ধার সম্পর্কে জানতে পারেন তিনি। তার এমন অবস্থা দেখে নিজ থেকে তার দায়িত্ব নেন সুজানা।
রাফি জানান, বৃদ্ধার জন্য খাবারের ব্যবস্থা করেন এবং তার ঘরে থাকার জন্য খাট থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের ব্যবস্থাও করেছেন। শুধু তাই নয়, এই বৃদ্ধাকে দাদি বলে ডেকেছেন তিনি। তাই নাতনি হিসেবে এখন থেকে উনার সব দায়িত্ব কাঁধে তুলে নিলেন সুজানা।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
সর্বশেষ
জনপ্রিয়