Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ১১ জুন ২০২০

ফারুকীর সিনেমায় সংগীত পরিচালনা করছেন এ আর রহমান

মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণাধীন চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’-এর সংগীত করছেন এ আর রহমান। সহ-প্রযোজকের ভূমিকাও পালন করছেন অস্কার, বাফটা ও গ্র্যামি-জয়ী এ ভারতীয় সংগীত পরিচালক।

খবরটি প্রকাশ করেছেন চলচ্চিত্র বিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি ডটকম।

দক্ষিণ এশিয়ার এক ব্যক্তির জীবনের নানা মুহূর্ত ‘নো ল্যান্ডস ম্যান’-এ তুলে ধরা হয়েছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্রে পরিচয় হয় এক অস্ট্রেলিয়ান নারীর।

এ আর রহমান ভ্যারাইটিকে জানান, সময় সর্বদা নতুন জগতের জন্ম দেয়, নতুন আদর্শেরও। এই নতুন জগতের রয়েছে বলার মতো নিজস্ব চ্যালেঞ্জ ও নতুন গল্প। ফারুকীর সিনেমাও এমন গল্প বলবে।

ছবিতে প্রধান কয়েকটি চরিত্রে আছেন বলিউড অভিনেতা নাওয়াজউদ্দীন সিদ্দিকী, অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল ও বাংলাদেশের তাহসান খান। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতে চিত্রায়িত এ ছবির সহ-প্রযোজক হিসেবে ‘সেক্রেড গেমস’ তারকাও আছেন।

‘নো ল্যান্ডস ম্যান’ মূলত ইংরেজি ভাষার সিনেমা। কিছু সংলাপ হিন্দি ও উর্দুতে থাকছে।

এ দিকে নাওয়াজউদ্দীন জানান, এই সিনেমাটির অভিজ্ঞতা তার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। রহমানের সংগীত সিনেমাটিকে সমৃদ্ধ করবে।

‌‘নো ল্যান্ডস ম্যান’ আন্তর্জাতিক বেশ কয়েকটি তহবিল পেয়েছে। প্রযোজনার সঙ্গে আরও আছে যুক্তরাষ্ট্রের আউটফিট ডায়ালেক্টিক, বাংলাদেশের ছবিয়াল, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স, বঙ্গ ও ভারতের ম্যাজিক ইফ ফিল্মস।

চলতি বছরের শুরুর দিকে সিনেমাটির দৃশ্যায়ন শেষ হয়েছে। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে।

এর আগে ’৯৯ সংস’ নামের একটি ছবি প্রযোজনা করেন এ আর রহমান।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ