Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ১১ জুন ২০২০

বাহুবলী খ্যাত প্রভাসের বিরুদ্ধে মামলা

করোনাভাইরাসের কারণে সবাই ঘরে বন্দি। তেমনি তারকারাও ঘরে বসে করোনা মোকাবিলায় সাহায্য করে যাচ্ছেন। সবাই যখন ভালো কাজ করে সমালোচনায় আসছেন, ঠিক এমন সময় উল্টো কাজ করলেন বাহুবলী খ্যাত তারকা প্রভাস। 

জানা গেছে, লকডাউনের কড়া নির্দেশিকা অমান্য করে গেস্ট হাউজে গিয়েছিলেন। যার জেরে মামলা দায়ের হয়েছে অভিনেতার বিরুদ্ধে।

এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় শ্রীলিঙ্গমপল্লি থানায় প্রভাসের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। অভিযোগনামা অনুযায়ী, লকডাউন চলাকালীন প্রভাসের নিজের এই গেস্ট হাউজে গিয়েছিলেন। সংশ্লিষ্ট স্থানীয় থানায় সেই খবর পৌঁছাতেই তড়িঘড়ি সেই জায়গায় যান তারা এবং পুলিশকর্মীরা অভিনেতাকে গেস্টহাউজে ঢুকতে বাঁধা দেয়। তার পাশাপাশি সিজও করে নেওয়া হয় সেই গেস্টহাউজ।

যদিও প্রভাসের আইনি মামলায় জড়ানো নিয়ে দ্বিমত রয়েছে। একাংশের দাবি, অভিনেতার পরিচারকের বিরুদ্ধেই আসলে মামলা দায়ের হয়েছে। লকডাউনের মাঝে সরকারি নির্দেশিকা অমান্য করে প্রভাসের ব্যক্তিগত গেস্ট হাউজে গিয়েছিলেন তিনি। যে গেস্টহাউজ রায়দুর্গমে অবস্থিত। সেই গেস্টহাউজেই গিয়েছিলেন অভিনেতার পরিচারক।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ