Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ১১ জুন ২০২০

তিনবছর আগেই চুপিচুপি বিয়ে সেরেছেন মোনালি ঠাকুর

করোনার এই সময়ে সবাইকে এক চমক দিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। চুপিচুপি বিয়ে করে ফেলেছেন সুইজারল্যান্ডবাসী ব্যবসায়ী মাইক রিচটেরকে তাও তিনবছর আগে। হ্যাঁ, ২০১৭ সালে বিবাহ সম্পন্ন করেন এই শিল্পী। 

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনালি "আমার বিয়ের খবর শুনলে সহকর্মীরা বিস্মিত হতেন। তাই এতদিন কাউকে কিছু বলিনি। কিন্তু মনে হল এবার বলার সময় এসেছে। জীবনের এমন একটা সিদ্ধান্ত বন্ধুদের না জানিয়েই নিয়েছি। ওরা খুব কষ্ট পাবে।"

আরও বলেন, বারবার ভেবেছি একটা অনুষ্ঠান করব। কিন্তু হবে, হবে করে হয়নি। এভাবেই কেটে গেছে তিন-তিনটে বছর। যখন বিয়ের অনুষ্ঠান করব, তখন সবাইকে নিমন্ত্রণ করব। তাহলে কারও আর দুঃখ থাকবে না।   

মোনালি বলেন, ‘মাইক আমাকে সুইজারল্যান্ডে বসে প্রপোজ করে। যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল,’ জানিয়ে মোনালি বলেন, ‘২০১৬ সালের বড় দিনে একটি গাছের নিচে প্রস্তাব দেয়ার সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ বলি।’ 

বর্তমানে সুইজারল্যান্ডে মাইকের পরিবারের সঙ্গেই রয়েছেন মোনালি। এর আগে ইনস্টাগ্রামের কয়েকটি ছবিতে মোনালির হাতের আংটি দেখে অনেকেই তার বাগদান হওয়ার বিষয়টি আন্দাজ করেন। কিন্তু বিয়ে পর্যন্ত কেউ ভাবতে পারেননি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ