Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২, ১৩ জুন ২০২০
আপডেট: ১৯:১৬, ১৩ জুন ২০২০

করোনাকালে নীরবেই কেটেছে মীরাক্কেলের ১৪ বছরের ‘অ্যানিভার্সারি’

ফাইল ফটো

ফাইল ফটো

১২ই জুন হেসে খুন। ২০০৬ সালে ঠিক এই এই টিজার লাইনটি নিয়েই দর্শকদের হাসানোর দায়িত্ব নিয়েছিলো মীর আফসার আলী এবং শুভংকর চট্টপাধ্যায়। তখন থেকেই মানুষকে হাসিয়ে যাচ্ছে জি বাংলায় প্রচারিত অনুষ্ঠান মীরাক্কেল। আর গতকাল শুক্রবার (১২ জুন) অনুষ্ঠানটি ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পা দিয়েছে।

তবে অনুষ্ঠানটির ১৪ বছরের কোন বছরপূর্তি অনুষ্ঠান হয়নি। অনেকটা নীরবেই কেটে গেলো দিনটি। বর্তমানে করোনার পরিস্থিতিরি কারণে ঘরে বন্দি সবাই। তবে ঘরে বন্দি হলেও কিন্তু শুভ কামনা জানাতে ভুলে যাননি অনুষ্ঠানটির প্রযোজক শুভংকর চট্টপাধ্যায়।

নিজের ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লেখেন, মনে হচ্ছে যেন একটা যুগ পেরিয়ে এলাম, হ্যাঁ যুগ তো বটেই, ১২ বছরে এক যুগ। সেই সময় যখন আমি ‘জি বাংলা’য় চাকরি করি, আমি একজন এক্সজিকিউটিভ প্রোডিউসার হিসেবে এই প্রোজেকেটের দায়িত্ব পাই, তখন থেকেই মীরাক্কেলের সঙ্গে সম্পর্ক, এখন তো যাকে বলে একদম ধমনী শিরায় জড়িয়ে আছে মীরাক্কেল। 

তিনি আরো লিখেন- এরকম একটা পরিস্থিতিতে সারা বিশ্ব যখন এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখন মীরাক্কেলের পক্ষ থেকে এই টুকুই বলার যে, মীরাক্কেল সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে মানুষের মধ্যে পজিটিভ ধারণা বজায় রাখার মানুষকে ভালো রাখার। অনেকেই হয়তো জানেন মীরাক্কেল ডাক্তারও প্রেসক্রাইব করেন, বলেন মীরাক্কেল দেখুন তাহলে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে একটাই প্রার্থনা যে, বিশ্ব আবার সেরে উঠুক, আবার মীরাক্কেল ঘটুক প্রত্যেকের জীবনে, আপনারা সবাই এনজয় করুন, আমার তো করি আমাদের কাজের মধ্যেই। সবশেষে বলি, মীরাক্কেলের জন্মদিনে মীরাক্কেল ফ্যামিলি এবং বৃহত্তর মীরাক্কেল পরিবারের সকল সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

এদিকে করোনাভাইরাসের কারণে মীরাক্কেলের জন্মদিনের আয়োজনটা অনেকটা নীরবে কাটলেও শুভেচ্ছা জানাতে ভুলেনি বাংলাদেশি প্রতিযোগীরা। 

মীরাক্কেলের নবম আসরে চতুর্থ হওয়া বাংলাদেশি এমদাদুল হক হৃদয় তার ফেসবুকে লিখেছেন - "মীরাক্কেল" শুধু একটা অনুষ্ঠানের নাম না, "মীরাক্কেল" একটা স্বপ্নের নাম, একটা ভালোবাসার নাম !! শুভ জন্মদিন, মীরাক্কেল !! শ্রদ্ধা, ভালোবাসা, আর কৃতজ্ঞতা - মীরাক্কেল পরিবারের প্রত্যেকটা মানুষ এবং আমাদের দর্শকদের প্রতি !! 

ষষ্ঠ আসরে জয়ী হওয়া বাংলাদেশের সন্তান আবু হেনা রনি তার ফেসবুকে লিখেছেন-  শুভ জন্মদিন মীরাক্কেল। এটি এএমনই এক প্রোগ্রাম যা নতুন করে জন্ম দিয়েছে আমাদের। মীরাক্কেল পরিবারের সবাই এখনো আমাদের ভালমন্দ খোঁজ রাখে, কাজের সুযোগ হলে এখনো ডাকে। আর কোন অনুষ্ঠান শেষ হলে এই মেল বন্ধনটিকে থাকে কিনা জানা নেই।

তিনি লেখেন, অনেক কিছু শিখেছি মীরাক্কেল থেকে। ভালো থাকুক মীরাক্কেল পরিবারের সবাই। ভালো থাকুক এর সকল দর্শক। আর সবার জন্য  সুখবর,, খুব শিগগিরি মীরাক্কেল শুরু হতে যাচ্ছে। সবার মতো আমিও  অপেক্ষায়...

এদিকে জন্মদিনের দিন অনুষ্ঠানটির সঞ্চালক মীর আফসার আলীকে নিয়ে মীরাক্কেলের প্রযোজক শুভংকর চট্টপাধ্যায় তার ফেসবুক থেকে একটি লাইভ আড্ডা করেন। সেখানে মীরাক্কেলের জন্ম যেভাবে সেসব নিয়ে স্মৃতিচারণ করেন। 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ