Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ১৪ জুন ২০২০
আপডেট: ০০:০৩, ১৫ জুন ২০২০

মৃত্যুর আগে বারবার মাকেই স্মরণ করেছিলেন সুশান্ত

ভারতের চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই। তিনি আত্মহত্যা করেছেন।  রোববার ( ১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ের বান্দ্রার বাসায় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। 

জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’ সিরিয়াল থেকে বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে। তারপর থেকেই একের পর এক ছবি দিয়ে মন ভরিয়েছেন দর্শকদের। তার অভিনীত ছবির মধ্যে আছে ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘শুধ দেশি রোমান্স’ ও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ মতো অসাধারণ কিছু ছবি।

এখনো সুশান্তের আত্মহত্যার কারণ জানা না গেলেও বাসায় থাকা কাগজপত্র ঘেঁটে ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন জনপ্রিয় এ অভিনেতা। তবে মুম্বাই পুলিশ তার আত্মহত্যার কারণ জানতে তদন্তে নেমেছে।

সুশান্ত তার মাকে হারান কলেজে থাকতে। মৃত্যুর আগে বারবার মাকেই স্মরণ করেছেন তিনি। তার দেওয়া সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট সেই কথায় বলে।

গত ৩ জুন নিজের অনুভূতি ব্যক্ত করে মায়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সুশান্ত। সেখানে লিখেছিলেন, ‘চোখের জলে অস্পষ্ট হয়ে যাওয়া অতীত। অন্তর্নিহিত স্বপ্নগুলি হাসির সিন্দুক খোদাই করেছে। ক্ষণস্থায়ী জীবন নিয়ে দুজনের মধ্যে আলোচনা, মা।’

অনেকেই ধারণা করছেন সেই সময় থেকেই আত্মহত্যার পরিকল্পনা করছিলেন সুশান্ত। সুশান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকাভিভূত হয়ে পড়েন ভারতের সিনেমাপ্রিয় কোটি মানুষ। শোকে স্তব্ধ হয়ে পড়েন সুশান্তের বলিউডের সহকর্মী, ভারতের রাজনৈতিক নেতৃত্ব, তারকা ক্রীড়াবিদসহ প্রায় সব শ্রেণি-পেশার মানুষ। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার সঙ্গে তার সাবেক ম্যানেজার দিশার আত্মহত্যার কোনো যোগসূত্র আছে কি-না তাও খতিয়ে দেখছে পুলিশ।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ