আপডেট: ১৯:২৬, ১৫ জুন ২০২০
সুশান্তকে হত্যা করা হয়েছে, দাবি বিহারের সাবেক এমপির

ছবি- সংগৃহীত
বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে দানা বাঁধল বিতর্ক। সুশান্তের মামার দাবি, তাকে হত্যা করা হয়েছে। বলিউডের তারকা আত্মহত্যা করেননি।
মুম্বাই পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, সম্ভবত আত্মহত্যা করেছেন বলিউডের তরুণ নায়ক সুশান্ত সিং রাজপুত। কিন্তু পাটনায় সুশান্তের পরিবার তা মানতে নারাজ।
সুশান্তের মামা পাটনায় জানিয়েছেন, আমরা মনে করি না, সুশান্ত আত্মহত্যা করেছে। পুলিশ ভালো করে তদন্ত করে দেখুক। আমাদের মনে হচ্ছে, তার মৃত্যু ঘিরে একটা চক্রান্ত হয়েছে।
সুশান্তের পরিবারের মতোই এক সুরে কথা বলেছেন বিহারের প্রাক্তন বাহুবলী এমপি ও জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদব। তিনি পাটনায় সুশান্তের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তিনিও বলেছেন, আমি সিবিআই তদন্ত দাবি করছি। সুশান্ত আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে।
তবে পোস্ট মর্টেম রিপোর্ট বলছে, গলায় দড়ি দিয়ে ঝোলার ফলে সুশান্তের মৃত্যু হয়েছে। মরদেহ মুম্বাইয়ের জেজে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা করে দেখা হবে, তার শরীরে বিষক্রিয়ার কোনো প্রভাব আছে কি না। তিন সদস্যের ফরেনসিক দল সুশান্তের মুম্বাইয়ের বাড়িতেও গিয়েছে। ফলে পুলিশ সব দিক থেকে তদন্ত করে মৃত্যুর কারণ সম্পর্কে নিঃসন্দেহ হতে চায়।
সূত্র: ডয়চে ভেলে
আইনিউজ/এসবি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ