Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ১৬ জুন ২০২০

৫ ‘টিকটক বালিকার’ বিরুদ্ধে ফৌজদারি মামলা

টিকটক ভিডিওতে ‘পারিবারিক নৈতিকতা নষ্টের’ অভিযোগে মিশরে পাঁচ তরুণীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে দুজনে সোমবার প্রথম শুনানিতে হাজির হন।

আরব নিউজ জানিয়েছে, শুনানিতে যাওয়া হানীন হোসাম ও মাওদা এলাদম নামের ওই দুই তরুণীর বিরুদ্ধে সামাজিক অবক্ষয়সহ মোট ৯টি অভিযোগ আনা হয়েছে।

৩০ লাখের বেশি ফলোয়ার থাকা মাওদা এলাদম শুনানিতে বলেন, ‘শাস্তি পাওয়ার মতো আমি কিছুই করিনি। মিশরের সবাই টিকটকে এমন ভিডিও পোস্ট করে।’

দুজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের জেল হতে পারে। পাশাপাশি ৬১৮ ডলার করে জরিমানা হতে পারে।

দুজনের বিরুদ্ধে দেহব্যবসার মতো অভিযোগও আনা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর জেল হতে পারে তাদের।

এই দুজন ছাড়া সামাজিক অবক্ষয়ে জড়িয়ে পড়ার অভিযোগ আনা হয়েছে মেনা আবদেল-আজিজ নামের আরেক তরুণীর বিরুদ্ধে। তাকে আটকও করা হয়েছে। ১৭ বছর বয়সী এই তরুণী এখন পুনর্বাসন কেন্দ্রে আছেন। সেখানে যাওয়ার আগে তিনি যৌন নির্যাতনের শিকার হন। বাকি দুজনের বিষয়ে কিছু জানা যায়নি।

মিশরে গত কয়েক বছরে ছোট ভিডিও বানানোর অ্যাপ টিকটক বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু সেখানকার বেশ কিছু ব্যবহারকারী যে ধরনের পোশাক পরে ভিডিও করেন তা দেশটির আইন সমর্থন করে না।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ