Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ১৬ জুন ২০২০

পিছিয়ে গেল ৯৩তম অস্কারের আয়োজন

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেল ৯৩তম অস্কারের পুরস্কার বিতরণের তারিখ। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ২০২১ সালে ২৮ ফেব্রুয়ারি। কিন্তু করোনা পরিস্থিতির কথা চিন্তা করে দুই মাস পিছিয়ে তা আয়োজন হবে ২৫ এপ্রিল।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সোমবার (১৫ জুন) এই খবরটি প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে, খবরে বলা হচ্ছে, করোনা মহামারির প্রভাব কতটুকু কাটবে, সে অনিশ্চয়তা থেকেই ‍দুই মাসের জন্য পিছিয়ে যাচ্ছে ৯৩তম অস্কারের আয়োজন।

দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের এর পক্ষ থেকে এক টুইটার বার্তায় অস্কার আয়োজন ও যাবতীয় আনুষ্ঠানিকতা দুই মাস পিছিয়ে দেওয়ার ব্যাপারে জানানো হয়েছে।

এ ব্যাপারে অ্যাকাডেমি প্রেসিডেন্ট ডেভিড রুবিন ও সিইও ডন হাডসনের সই করা এক বিবৃতিতে জানানো হয়েছে- বৈশ্বিক মহামারির কারণে অনেক পরিচালক তাদের চলচ্চিত্রের কাজ মাঝপথে বন্ধ করে দিয়েছেন। অনেক অনেক চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তির পাইপলাইনে আছে। যেহেতু, বিশ্বজুড়ে অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছে, তাই সকলের কথা মাথায় রেখে ৯৩তম অস্কারের আয়োজন দুই মাস পিছিয়ে এপ্রিলের ২৫ তারিখে নির্ধারণ করেছে অ্যাকাডেমি।

৯৩ তম অস্কারে মনোনয়নের জন্য চলচ্চিত্র জমা দেওয়ার মুক্তি পাওয়ার সময়সীমায়ও পরিবর্তন এসেছে। সে ক্ষেত্রে, ফিচার ফিল্ম ক্যাটাগরিতে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো জমা দেওয়া যাবে। এছাড়াও বিশেষায়িত চলচ্চিত্রের ক্ষেত্রে ১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এবং মৌলিক চলচ্চিত্র ক্যাটাগরিতে জানুয়ারি ১৫, ২০২১ তারিখের মধ্যে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো জমা দেওয়া যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ