Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ১৮ জুন ২০২০
আপডেট: ২১:০২, ১৮ জুন ২০২০

রবি চৌধুরীর নতুন গান ❛জাতীয় বেয়াদব❜

গত ১৪ জুন ❛জাতীয় বেয়াদব❜ শিরোনামে একটি নতুন গান তার ইউটিউব চ্যানেলে  প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। জি বাংলার সারেগামাপায় পরিচিত হওয়া নোবেলের কিছু মন্তব্যের উত্তরে এই গান গেয়েছেন তিনি।

গানের শুরুতেই রবি চৌধুরী বলেন, আমার এই গান ❛আধুনিক জাতীয় বেয়াদবদের জন্যে❜ যারা শিল্পী নামের কলঙ্ক। আর গানের মধ্যে বলেছেন, ❛কেউ কি আছেন ভাই, গুরুর কাছে গান শিখতে চাই। গানবাজনা শেখার সাথে আদবকায়দাও শিখতে চাই, এটার বড় অভাব তাই, আজকাল আর জাতশিল্পী নাই, আমি গুরুর কাছে গান শিখতে চাই।❜❜

গান প্রসঙ্গে তিনি বলেন, এ গানের মাধ্যমে একটি মেসেজ দিতে চেয়েছি। যারা গুরুজনকে শ্রদ্ধা করে না তাদের জন্য আমার এই গান। গানটিতে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আশা করছি সবার ভালো লাগবে।

গানের গীতিকার ও সুরকার রবি চৌধুরী নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন অপু রায়হান। গানটির শুটিং হয়েছে হাতিরঝিলে।

ভিডিওটির লিংকঃ

https://www.youtube.com/watch?v=Wxv5aa0XOVQ&feature=emb_title

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ