Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪:১২, ১৯ জুন ২০২০

এবার বলিউডের ‘‌বুলিইং’ নিয়ে মুখ খুলেছেন আয়েশা টাকিয়া

সম্প্রতি সুশান্ত ‍সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন পর আবারও খবরের শিরোনামে উঠে এলেন বলিউডের জনপ্রিয় টারজান ছবির নায়িকা আয়েশা টাকিয়া।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন আয়েশা। সেখানে তিনি কাজের জায়গায় বুলিইং এবং হেনস্তা নিয়ে মুখ খুলেছেন। তিনি লিখেছেন, 'আমি নিজেও অনেক ট্রোলিংয়ের শিকার হয়েছি এবং কাজের জায় বুলিইংয়ের মধ্য দিয়ে গিয়েছি। যদিও এই বিষয়ে তখন আমি কিছু বলিনি। কিন্তু এখন বলার সময় এসেছে। কেউ যদি আপনাকে ছোট করার চেষ্টা করে, অকর্মণ্য মনে করানোর চেষ্টা করে তাহলে সেসবের বিরুদ্ধে রুখে দাড়ান।'

এদিন কারও নাম উল্লেখ না করে তিনি লেখেন, 'বিশ্বাস করুন আপনি অসাধারণ, আপনি অনন্য। এই জায়গা আপনার জন্য তৈরী আর সেটার জন্য লড়াই করুন। আপনি উজ্জ্বল ও আলাদা। দয়া করে ওদের জিততে দিবেন না।

তিনি আরও লিখেছেন, 'জীবনে কঠিন মুহুর্ত আসবেই। তাতে হেরে গেলে চলবে না। ওই পরিস্থিতি থেকে সরে আসতে সময় লাগবে। কেউ যদি এই সমস্যায় পড়েন তাহলে আশেপাশের মানুষের কাছে যান, কথা বলুন। যে মানুষটি আপনার কথাটা শুনবে এবং বুঝবে।'

অভিনেত্রীর এই পোস্টের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। এমন প্রতিবাদের জন্য নায়িকার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত 'টারজান: দ্য ওয়ান্ডার কার' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী আয়েশা টাকিয়া। এরপর বেশকিছু ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে দর্শক জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি। ২০০৯ সালে বিয়ে করে ৭ বছরের ক্যারিয়ারকে বিদায় জানান এই অভিনেত্রী।

জেএ/আই নিউজ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ