বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ১৯ জুন ২০২০
আপডেট: ১৫:১২, ১৯ জুন ২০২০
আপডেট: ১৫:১২, ১৯ জুন ২০২০
এসো দু’জনের একটা ছবি তুলি!

হুমায়ূন আহমেদ মারা গিয়েছেন আট বছর আগে। তারপর থেকে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন শাওন। পোস্ট করেন পুরোনো কোনো ছবি বা স্মৃতিচিহ্ন। কখনো উঠে আসে নিউইয়র্কের সেই দিনগুলো!
২০১২ সালের ১৯ জুলাই মারা যান হুমায়ূন আহমেদ। এর আগে দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসা নিতে কাটান যুক্তরাষ্ট্রে। সঙ্গী ছিলেন স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিষাদ ও নিনিত।
এবার ৮ বছর আগের একগুচ্ছ ছবি দুটি পোস্টে শেয়ার করেছেন অভিনেত্রী শাওন। সেখানে হুমায়ূন আহমেদের সঙ্গে তোলা ছবিকে প্রথম সেলফি হিসেবে উল্লেখ করে বলেন, কোলন সার্জারির ৭ম দিনে বেলভিউ হাসপাতাল থেকে বাসায় ফেরার ছুটি পেয়ে আনন্দিত হুমায়ূন বলেছিলেন- ‘এসো দু’জনের একটা ছবি তুলি!’
শাওন আরও বলেন, এটা আমাদের প্রথম সেলফি! আর এভাবে ছবি তোলাকে যে সেলফি বলে ওই সময়ে তা জানতাম না, শুধু মুহূর্তটা বন্দি করতে চেয়েছিলাম। দিনটি ছিল সোমবার- ১৮ জুন, ২০১২।
শাওন পরে দু’জনের আরও বেশ কিছু ছবি ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেন। সঙ্গে কলকাতার জনপ্রিয় কবি শ্রীজাত’র একটি কবিতা, যেটা জনপ্রিয় গান হিসেবে অত্যধিক প্রশংসিত-
“চুপ মুহূর্ত চুপ, ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেন যে খুঁজে পেলাম!
দিন এখনও রঙিন
তাকে আদরে তুলে রাখলাম।
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন, তোমাকে ছুঁয়ে দিলাম।”
https://web.facebook.com/permalink.php?story_fbid=10221473046551515&id=1111357398
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
সর্বশেষ
জনপ্রিয়