বিনোদন প্রতিবেদক
বাসায় থেকে কী করছেন পূজা চেরি?

পূজা চেরী
বাংলা চলচ্চিত্র জগতে কনিষ্ঠ অভিনেত্রী পূজা চেরী। শুরুটা বিজ্ঞাপন দিয়ে হলেও তিনি এখন বড় পর্দার পরিচিত মুখ। করোনায় প্রায় তিন মাস ঘরবন্দি রয়েছেন বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় এই নায়িকা। বাসায় থেকে কী করছেন তা জানালেন তিনি।
পূজা চেরি বলেন, বাসাতেই ভালোভাবে সময় কাটানোর চেষ্টা করছি। টিকটক করছি, বাসার কাজ করছি। সঙ্গে পড়ালেখা নিয়েও সময় কাটছে। কাজ না থাকলেও বাসায়ই থাকছি।
শুটিংয়ে ফিরছেন কবে?— এমন প্রশ্নের জবাবে ‘পোড়ামন’ খ্যাত এই নায়িকা বলেন, কবে শুটিংয়ে ফিরবো এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। শুটিংয়ের জন্য প্রস্তুত নই আমি। প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মারা যাওয়ার সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কাজ শুরু করতে চাই না। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছি সবাই যেন সুস্থ থাকেন। বেঁচে থাকলে অনেক শুটিং করতে পারবো, যোগ করেন তিনি।
পূজা চেরি অভিনীত ‘শান’ গত ঈদুল ফিতরে মুক্তির কথা ছিল। করোনার কারণে মুক্তি পায়নি ছবিটি।
এম এ রাহিম পরিচালিত ‘শান’ এর অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, তাসকিন প্রমুখ।
আইনিউজ/এসবি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ