Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ২০ জুন ২০২০

সুপারস্টার রজনীকান্তের বাড়িতে বোমা!

করোনাভাইরাস সংক্রমণের ভয়ে তিনমাস ধরেই পুরো পরিবার নিয়ে ঘরে আটকে আছেন ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত।  বাড়িতে অনুমতি ছাড়া বাইরের কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এইসকল পরিস্থিতির মধ্যেই ১৮ জুন চেন্নাই পুলিশের কাছে খবর এলো দক্ষিণী এই তারকার বাড়িতে বোমা হামলা হতে যাচ্ছে। তার বাড়িতে বোমা রাখা হয়েছে।

এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনোরকম ঝুঁকি নিতে চায়নি পুলিশ। ঘটনাস্থলে ছুটে গেছে। এদিকে অভিনেতার পরিবার তাদের অপেক্ষা করিয়ে রাখে বাইরে করোনা ভাইরাস আতঙ্কে।

জানা গেছে, ১৮ জুন সকাল ১১টা নাগাদ চেন্নাইয়ের অ্যাম্বুল্যান্স কন্ট্রোল সেন্টারে একটি ফোন আসে। সেখানেই কোনও এক ব্যক্তি জানান যে রজনীকান্তের চেন্নাইয়ের পোয়েস গার্ডেনের বাসভবনে বোমা রাখা রয়েছে। খবর পেয়েই অভিনেতার বাড়িতে তৎক্ষণাৎ পুলিশি কুকুর এবং বোম স্কোয়াড নিয়ে পৌঁছে যায় চেন্নাই পুলিশের একটি টিম। 

কিন্তু বোমাতঙ্ক ছড়ালেও করোনার ভয়ে পুলিশদের অন্দরমহলে ঢুকতে দিতেই প্রথমটায় নারাজ ছিলেন রজনীকান্তের পরিবারের সদস্যরা।

অনেকক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় বোম স্কোয়াডের টিমকে। অবস্থা বেগতিক দেখে চেন্নাই পুলিশের উচ্চপদস্থ কর্মী তড়িঘড়ি ফোন করেন অভিনেতাকে। তারপরই তাদের ঢুকতে দেওয়া হয় বাসভবনের অন্দরমহলে।

চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। তবে কিছু পাওয়া যায়নি। এক্ষেত্রে চেন্নাই পুলিশের অ্যাম্বুল্যান্স কন্ট্রোল সেন্টারে আসা ফোন কে করেছিল তার খোঁজ চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ