Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ২০ জুন ২০২০

বাবা দিবসের গানে একসাথে চার কণ্ঠশিল্পী

সবার কাছে বাবা একজন প্রিয় ব্যক্তিত্ব। ভরসা ও ছায়ার নাম বাবা। পরম নির্ভরতার প্রতীক। এবার বাবাকে নিয়ে গান গাইলেন এই সময়ের চার জনপ্রিয় শিল্পী। তারা হলেন কোনাল, কর্ণিয়া, কিশোর ও মাহাদী।

বাবা দিবস উপলক্ষে নির্মিত একটি গানে একসাথে গাইবেন তারা। এনামুল কবির সুজনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন কিশোর। বাবা দিবস উপলক্ষে গানটি নির্মাণ করেছে রূপকথা মিউজিক।

গানটির গীতিকার ও রূপকথা মিউজিকের কর্ণধার এনামুল কবির সুজন বলেন, ‘সবার কাছেই তার বাবা খুবই প্রিয়। এমন কোনো সন্তান পাওয়া যাবে না যিনি তার বাবাকে সম্মান ও শ্রদ্ধা করেন না। বাবাদের কাছে আমাদের ঋণ অনেক। সেই ঋণ কখনোই পরিশোধযোগ্য নয়। তবে কিছুটা সম্মান তো দেওয়া যেতেই পারে। বাবা দিবসে বাবাদের প্রতি সম্মান জানিয়েই এই গানটি নির্মাণ করেছি।’

রবিবার রাত ১২টা ১ মিনিটে গানটি এনটিভি অনলাইন পেজ ও রূপকথা মিউজিক এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ