Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯, ২১ জুন ২০২০

সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

গত রোববার বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। সুশান্তের আত্মহত্যার জের ধরে জন্ম নিচ্ছে নতুন আরও ঘটনা। তারই পরিপ্রেক্ষিতে এবার তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিহারের মুজাফফরপুরের আদালতে মামলা দায়ের করলেন কুন্দন কুমার নামক এক ব্যক্তি।

ওই ব্যক্তির দাবি সুশান্তকে মানসিক এবং আর্থিকভাবে হেনস্তা করেছেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদে রিয়া স্বীকার করেছেন সর্বশেষ তার সঙ্গে সম্পর্ক ছিল সুশান্তের। এমনকি লকডাউনের সময়ও সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে থাকতেন তিনি। 

শনিবার আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুকেশ কুমারের কাছে পিটিশন জমা করেন কুন্দন। এ প্রসঙ্গে কুন্দনের আইনজীবী কমলেশ সংবাদমাধ্যমকে জানান, ‘সুশান্তের  মৃত্যুর পর থেকেই আমার মক্কেল হতাশায় ভুগছিলেন। তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যার প্ররোচনা) এবং ৪২০ (প্রতারণা) ধারায় আদালতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মাসেরই ২৪ তারিখ ওই মামলার প্রথম শুনানি রয়েছে।’

১৪ জুন সুশান্ত মারা যান, ১৭ জুন ওই একই আদালতে বলিউডের চার তারকা— সালমান খান, করন জোহর, সঞ্জয় লীলা বানসালী, একতা কাপুরের বিরুদ্ধে মামলা রুজু করেছিলেন পাটনার আইনজীবী সুধীর কুমার ওঝা।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই আইনজীবী বলেছিলেন, ‘সুশান্তের কাছ থেকে শুধু সাতটি ছবি কেড়ে নেওয়া হয়েছিল তাই-ই নয়, তার একাধিক ছবি আজও মুক্তি পায়নি। এই সমস্ত ঘটনার চাপ দিনের দিনের পর দিন নিতে পারেননি মাত্র ৩৪ বছরের অভিনেতা। এবং এই ঘটনাগুলিই তাকে আত্মহননের মতো চরম পথ বেছে নিতে বাধ্য করেছে।’

আজ সাত দিন হয়েছে সুশান্তের মৃত্যুর। কিন্তু এখন পর্যন্ত তার আত্মহত্যার কারণ খুঁজে পায় নি পুলিশ। তবে পুলিশ চেষ্টা করে যাচ্ছে এর কারণ বের করতে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ