Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯, ২২ জুন ২০২০

শারীরিক অবস্থার অবনতি হয়েছে অভিনেতা মাসুম আজিজের

শনিবার জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা ও নির্মতা মাসুম আজিজ। পরেরদিন রোববার তার করোনা টেস্টের ফল নেগেটিভ আসায় চিকিৎসকদের পরামর্শে মাসুম আজিজের স্বজনরা তাকে বাসায় নিয়ে যান। 

কিন্তু বাসায় গিয়ে আবারও অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সোমবার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আবারও ভর্তি করা হয় তাকে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি জানান, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। কার্ডিওলজিস্ট ডা. মাকসুমুল হকের তত্ত্বাবধানে রয়েছেন মাসুম আজিজ। দেশবাসীর কাছে মাসুম আজিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

মঞ্চ, টিভি নাটকের প্রবীণ অভিনেতা মাসুম আজিজ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। ২০১৭ সালে তার হার্টের চারটি ব্লকে বাইপাস সার্জারি করা হয়। হার্টের সমস্যার পাশাপাশি বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ