Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ২৩ জুন ২০২০
আপডেট: ০০:৩২, ২৪ জুন ২০২০

দর্শকরা আমার সহ্যশক্তি ছিল: সুস্মিতা সেন

বলিউডে এখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে উত্তাল। নেপোটিজাম কথাটি এখন অন ট্রেন্ড। আর সেই ট্রেন্ড ফলো করে সুস্মিতা সেনকে প্রশ্ন করেছিলেন তাঁর এক ভক্ত।  সেই প্রশ্নের জবাবে সুস্মিতা জানিয়েছেন, তোমরা দর্শকেরা আমার সহ্যশক্তি ছিলে।

দীর্ঘ দিন পরে ‘আর্যা’ ওয়েব সিরিজ দিয়ে ফের অভিনয় দুনিয়ায় পা রেখেছেন বড়পর্দার সেনসেশন। তার পরেই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে ঘিরে স্বজনপোষণ বিতর্কে এই প্রথম মুখ খুললেন তিনি।

স্বজনপোষণের প্রেক্ষিত থেকে সুশান্তের মতো সুস্মিতা সেনও বলিপাড়ায় ‘আউটসাইডার’। তিনিও অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি আস্থা রেখেছেন তাঁর দর্শকদের উপর। তিনি বিশ্বাস করেন, স্বজনপোষণ তারকা বানিয়ে দিতে পারে, অভিনেতা নয়। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে অভিনয় জানতেই হবে।

সেই বিশ্বাসে ভর করে তিনি সুশান্তের মতোই দর্শককে তার ঢাল বানিয়েছেন। সুশের কথায়, তাদের চাওয়াতেই ওয়েব সিরিজ দিয়ে তার প্রত্যাবর্তন।

১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। দু’বছর বাদে ‘দস্তক’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘ম্যায় হু না’, ‘বাস্তুশাস্ত্র’, মতন ছবিতে অভিনয় করেন তিনি। ২০১৫ সালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নির্বাক ছবিতে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল সুস্মিতে সেনকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ