বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২:৩৬, ২৩ জুন ২০২০
আপডেট: ০০:৩২, ২৪ জুন ২০২০
আপডেট: ০০:৩২, ২৪ জুন ২০২০
দর্শকরা আমার সহ্যশক্তি ছিল: সুস্মিতা সেন

বলিউডে এখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে উত্তাল। নেপোটিজাম কথাটি এখন অন ট্রেন্ড। আর সেই ট্রেন্ড ফলো করে সুস্মিতা সেনকে প্রশ্ন করেছিলেন তাঁর এক ভক্ত। সেই প্রশ্নের জবাবে সুস্মিতা জানিয়েছেন, তোমরা দর্শকেরা আমার সহ্যশক্তি ছিলে।
দীর্ঘ দিন পরে ‘আর্যা’ ওয়েব সিরিজ দিয়ে ফের অভিনয় দুনিয়ায় পা রেখেছেন বড়পর্দার সেনসেশন। তার পরেই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে ঘিরে স্বজনপোষণ বিতর্কে এই প্রথম মুখ খুললেন তিনি।
স্বজনপোষণের প্রেক্ষিত থেকে সুশান্তের মতো সুস্মিতা সেনও বলিপাড়ায় ‘আউটসাইডার’। তিনিও অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি আস্থা রেখেছেন তাঁর দর্শকদের উপর। তিনি বিশ্বাস করেন, স্বজনপোষণ তারকা বানিয়ে দিতে পারে, অভিনেতা নয়। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে অভিনয় জানতেই হবে।
সেই বিশ্বাসে ভর করে তিনি সুশান্তের মতোই দর্শককে তার ঢাল বানিয়েছেন। সুশের কথায়, তাদের চাওয়াতেই ওয়েব সিরিজ দিয়ে তার প্রত্যাবর্তন।
১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। দু’বছর বাদে ‘দস্তক’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘ম্যায় হু না’, ‘বাস্তুশাস্ত্র’, মতন ছবিতে অভিনয় করেন তিনি। ২০১৫ সালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নির্বাক ছবিতে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল সুস্মিতে সেনকে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
সর্বশেষ
জনপ্রিয়