বিনোদন ডেস্ক
সুশান্তের মৃত্যুর চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে

ফাইল ফটো
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা নাকি খুন এ নিয়ে জল্পনা চলছিলই। অবশেষে অভিনেতার মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে পেল পুলিশ।
কী বলা হয়েছে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টে?
অভিনেতার চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টেও গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার কারণে, শ্বাসরোধ হয়ে মৃত্যুর কথাই বলা হয়েছে। চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টে সাক্ষর করেছেন ৫ জন চিকিৎসক। অভিনেতার দেহে কোনো লড়াই বা আঘাতের চিহ্ন নেই বলে জানানো হয়েছে রিপোর্টে। এমনকি সুশান্তের নখও পরিস্কার ছিল বলে ব্যাখ্য করা হয়েছে। অর্থাৎ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যে আত্মহত্যা, এখানে আর অন্য কোনো তত্ত্ব নেই বলে রিপোর্টে বলা হয়েছে। আর অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের সুশান্তের মৃত্যুর কোনোরকম যোগ নেই বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টেও গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যুর কথা বলা হয়েছিল। সেই রিপোর্টে সই করেছিলেন তিন জন চিকিৎসক। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ফরেন্সিক রিপোর্টও দ্রুত জমা করতে বলে নির্দিষ্ট বিভাগকে চিঠি দিয়েছে পুলিশ। এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মোট ২৩ জনের বয়ান নেয়া হয়েছে।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ