বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:২৩, ২৫ জুন ২০২০
বন্যাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানালেন বাচ্চু

বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার করোনা আক্রান্তের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য দেখা গেছে।
সেসব মন্তব্যে বন্যাকে অপমানও করা হয়েছে। তার জবাবে কড়া প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট নাট্যজন ও চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।
বুধবার গভীর রাতে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে এ প্রতিবাদ জানিয়ে, মানবিক সংস্কৃতি বিরোধী অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যকারী এবং ধর্ম ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি বিধানের জন্য সরকারের দাবি জানান। একই সাথে সকল শিল্পীদের এই অপপ্রচারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু তার পোস্টে লিখেছেন-
বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরি বন্যার করোনা রোগে আক্রান্ত হওয়া নিয়ে কতিপয় অসুস্থ মানসিকতার "নামানুষ" যেভাবে অশ্লীল উক্তি করছে, তাদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনে কোন শিল্পী বা শিল্পী সংগঠন এখনো শাস্তি দাবী করেনি। অথচ ওয়েব সিরিজে অশ্লীলতার বিরুদ্ধে সবাই দেশ ও সংস্কৃতি রক্ষা ও দোষী নির্মাতার শাস্তি দাবী করে আইনানুগ ব্যবস্থার সুপারিশ করেছেন।
শুধু বন্যা নন দেশের প্রায় সকল নারী শিল্পীর বিরুদ্ধে অপপ্রচার ও কুরচিপূর্ণ মন্তব্য হরহামেশা অনলাইনে দৃ্শ্যমান। পাশাপাশি অন লাইনে ও টেলিভিশনে কতিপয় মোল্লা ওয়াজ মহফিলের নামে নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য ও ফতোয়া দিচ্ছেন, তা রীতিমত অশ্লীল ও দেশীয় আইন লঙ্ঘনের দন্ডনীয় অপরাধ। আমরা যারা ভিজ্যুয়াল কনটেন্টে অশ্লীলতার বিরুদ্ধে সরব আবার তারাই ধর্মের নামে ও যৌন বিকার গ্রস্ত কতিপয় "নামুষের" মন্তব্যের বিরুদ্ধে সম্পূর্ণ নিশ্চুপ।
আমি অত্যন্ত দৃঢ়তার সাথে মানবিক সংস্কৃতি বিরোধী অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যকারী এবং ধর্মব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি বিধানের জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি। একই সাথে সকল শিল্পীদের এই অপপ্রচারের বিরুদ্ধে সর্বাত্নক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
সর্বশেষ
জনপ্রিয়