Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৪০, ২৫ জুন ২০২০

দেবের নায়িকা হচ্ছেন অপু!

শাপলা মিডিয়ার প্রযোজনায় নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে চলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। জানা গেছে ছবিটিতে কলকাতার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতে দেখা মিলবে অপুর।

শাপলা মিডিয়ার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে বলে, এরই মধ্যে এই সিনেমা নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে কথাও হয়েছে প্রযোজকের। ছবিটির গল্পও শুনেছেন নায়িকা।

ছবিটির ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আমাকে ফোন দিয়ে সিনেমার গল্প শুনিয়েছেন। দেব নিজেই নাকি আমার সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছে। সেলিম ভাই দু-এক দিনের মধ্যে আমাকে চুক্তিবদ্ধ করাতে চান বলে জানিয়েছেন।’

অপু বলেন, আগস্ট থেকে ছবির শুটিং হবে শুনে সিদ্ধান্ত নিতে একটু ভয় পাচ্ছি। কারণ তত দিনে করোনার কী পরিস্থিতি দাঁড়ায় কে জানে! পরিস্থিতি এমন থাকলে আমার জন্য শুটিং করা সহজ হবে না। আর যা-ই হোক, পরিবারকে ঝুঁকিতে ফেলতে পারবো না। তাই কিছুদিন অপেক্ষা করতে চেয়েছি।

‘কমান্ডো’ সিনেমায় দেবের অভিনয় করার কথা জানা গেছে বেশ আগেই। সিনেমাটির শুটিং শেষ হওয়ার আগেই শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের আরও ১০টি সিনেমায় দেখা যাবে দেবকে।

এদিকে অপু বিশ্বাসকে সবশেষ দেখা গিয়েছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায়। করোনার কারণে আটকে আছে ছবিটির মুক্তি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ