Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:২৮, ২৬ জুন ২০২০

পদত্যাগ করলেন করণ জোহর!

সুশান্তের মৃত্যুর পর থেকে নেপোটিজমের তীরে বিদ্ধ পরিচালক করণ জোহর। এমন পরিস্থিতিতে নাকি তার আপনজনেরা কেউ দাঁড়াননি। আর সে কারণেই নাকি তিনি নিতে চলেছেন এক বড়সড় সিদ্ধান্ত।

ভারতীয় গণমাধ্যমের  তথ্য অনুযায়ী, মুম্বাই চলচ্চিত্র উৎসবের পরিচালন কমিটির এক গুরুত্বপূর্ণ পদ থেকে নাকি ইস্তফা দিতে চলেছেন করন জোহর। ইতিমধ্যেই নাকি মুম্বাই চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর স্মৃতি কিরণকে নিজের ইস্তফাপত্র জমাও দিয়ে দিয়েছেন তিনি।

ওই চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন দীপিকা পাড়ুকোন যদিও তাকে বোঝানোর চেষ্টা করেছেন বেশ কয়েকবার। কিন্তু করণ নাকি তার সিদ্ধান্তে অটল।

সুশান্তের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ বিতর্কে সবচেয়ে আগে যার নাম উঠে এসেছে, তিনি করন জোহর। বেছে বেছে স্টার কিডদের জায়গা করে দেওয়া এই প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়।

একটা মুত্যু যে গোটা বিনোদন ইন্ডাস্ট্রিকে এভাবে নাড়িয়ে দেবে, তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি! সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি বিতর্ক জন্ম দিয়েছে। নেপোটিজম থেকে শুরু করে প্রতিপত্তিশালীদের হুমকি দেওয়া, এমন অনেক বিষয়ই উঠে আসছে।

এ দিকে করনের টক শো ‘কফি উইদ করণ’-ও নাকি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে বেজায় চাপে করন জোহর।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ