Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:১৫, ২৭ জুন ২০২০

সুশান্তের জন্মস্থান পাটনায় নিষিদ্ধ হচ্ছে সালমানের সিনেমা

গত ১৪ জুন বান্দ্রার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি বলিউড হিরো মুশান্ত সিং রাজপুত। এরপর থেকেই কার্যত তোলপাড় শুরু হয়ে গিয়েছে বি টাউন ও অন্তর্জালে। অভিনেতার মৃত্যুর জন্য বহু নামি তারকাদের কাঠগড়ায় তুলেছে নেটিজেনরা। তাদের মধ্যে অন্যতম সালমান খান। নেটিজেনদের পাশাপাশি ইন্ডাস্ট্রির অনেকেই অভিযোগের তীর ছুড়েছেন ভাইজানের দিকেই।

বিষয়টি নিয়ে বলিউড সুলতান সম্প্রতি এক টুইট বার্তায় নিজের অনুরাগীদের সুশান্তের ভক্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে সালমান লিখেছেন, 'আমার ভক্তদের কাছে অনুরোধ কোনও খারাপ ভাষা এবং আক্রমণের জন্য আগ্রাসী হবেন না। ওই কর্মকাণ্ডের পেছনে তাদের আবেগটা বুঝুন। ওর পরিবার এবং ভক্তদের পাশে দাঁড়ান। একজন কাছের মানুষ চলে যাওয়া অনেক কষ্টদায়ক!'

ভাইজানের এই টুইট বার্তা প্রকাশ্যে আসতেই আবারও নতুন করে বিক্ষোভ শুরু করেছেন নেটিজেনদের একাংশ। তাদের কথায়, নিজের অবস্থান ধরে রাখতে লোক দেখানো কাজ করছেন সালমান। সুলতানের এই আহ্বানকে 'পাবলিসিটি স্ট্যান্টবাজি' বলে মন্তব্য করেন মডেল-অভিনেত্রী সোনা মহাপাত্র।

সুশান্তের জন্মস্থান পাটনায় সালমান খানের সিনেমা ও তার ব্যবসায়িক প্রতিষ্ঠান 'বিয়িং হিউম্যান' নিষিদ্ধ হতে চলেছে। এরই মধ্যে যেসব দোকানের সামনে ভাইজানের ছবি বা পোস্টার রয়েছে সেগুলো নেমে ফেলার নির্দেশ দিয়েছে পাটনার স্থানীয় মালিক সমিতি।

জেএ/আই নিউজ

 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ