Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:২৯, ২৭ জুন ২০২০

ঐশ্বরিয়ার জন্যই বিবেকের ক্যারিয়ার ধ্বংস করেন সালমান:

বলিউড হিরো সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সালমান খানসহ বলিপাড়ার স্বজনপোষণকারীদের কাঠগড়ায় তোলা হয়েছে। তবে শুধু সুশান্তই নন, একাধিক তারকাদের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন ভাইজান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঙালি গায়ক অভিজিৎ বলেন, বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন বিবেক ওবেরয়। আর সেকারণে সালমান এই অভিনেতার ক্যারিয়ার নষ্ট করতে উঠেপড়ে লেগেছিলেন। বিবেককে যেন কোনও সিনেমায় না নেওয়া হয়, সেজন্য অলিখিত নির্দেশও জারি করা হয়েছিল। এমনকি তার সঙ্গে কোনও অভিনেত্রীকে কাজ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ আনেন এই সংগীতশিল্পী।

বিবেক ওবেরয়ের ক্যারিয়ার নষ্টের জন্য সালমান খান রীতিমতো অস্থির হয়ে উঠেছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী পায়েল। তার দাবি, ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিকের ক্যারিয়ার নষ্ট করতে বলিউডের তাবড় প্রযোজক ও পরিচালকদের প্রতিনিয়ত ফোন করতেন। যেন তাকে বড় কোনও প্রজেক্টে যুক্ত না করা হয়।

তিনি এও বলেন, বলিউড কারও বাবার সম্পত্তি নয়, এখানে আর সালমানের দাদাগিরি চলবে না।

জেএ/আই নিউজ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ