বিনোদন প্রতিবেদক
আপডেট: ১৫:৪১, ২৭ জুন ২০২০
একুশ বছরের ২১ গান

প্রীতম আহমেদ। ছবি: সংগৃহীত
গানের ভুবনে অন্যতম গীতিকার, সুরকার, গায়ক ও সংগীত পরিচালক প্রীতম আহমেদ। ১৯৯৯ সালে নিজের সুর-সংগীতে ‘জীবনের যত চাওয়া’ নামে প্রথম অ্যালবাম প্রকাশ হয়। পাশাপাশি একই বছর দেশের অন্যতম সিনিয়র শিল্পীদের সঙ্গে নবীন গায়ক হিসেবে একটি মিশ্র অ্যালবামে আত্মপ্রকাশ ঘটে তার। একইসঙ্গে নিজের কথা ও সুরে ২১ বছর ধরে গান করার ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।
এদিকে, আগামী নভেম্বরে ক্যারিয়ারের একুশ বছর পূর্ণ হবে প্রীতম আহমেদের। এই ২১ বছরের ক্যারিয়ারের শুরুতে অন্যান্য অনেক কণ্ঠশিল্পীর জন্য যেমন গান পরিচালনা করেছেন তেমনি নিজেও গেয়েছেন অনেক। এরকম প্রায় ১০টি গান, সাতটি একদম নতুন গান এবং প্রথম স্টুডিও মাইকের সামনে রেকর্ড করাসহ আগামী নভেম্বরে রিলিজ হচ্ছে প্রীতম আহমেদের ২১টি গান।
২১ বছরে একুশ গান সম্পর্কে প্রীতম আহমেদ বলেন, আমার ক্যারিয়ারের শুরুতে নিজে যেমন গেয়েছি তেমনি অন্য অনেক কণ্ঠশিল্পীর জন্য গান করেছি। এরকম প্রায় ১০টি, একদম নতুন ৭টি ও জীবনের প্রথম রিলিজ হওয়া স্টুডিও মাইকের সামনে রেকর্ড করাসহ মোট ২১টি গান নিয়ে হাজির হচ্ছি নভেম্বরের আগেই।
তিনি জনান, সেই প্রকল্পের ধারাবাহিকতায় কিছুদিন আগে মৃত্যুঞ্জয় নামে একটি গান আমার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। বাকি গানগুলোর রেকর্ডিং অংশ নিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের মিউজিশিয়ানরা।
জানা গেছে, মৃত্যুঞ্জয় গানটির প্রতিটি লাইনের সঙ্গে গায়কের জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে।
তিনি জানান, এবারের এই নতুন সংগীতায়োজনে আন্তর্জাতিক অঙ্গনের সংগীত শিল্পীরা থাকায় বিশেষ মাত্রা যুক্ত হবে বলে মনে করি। বাকি ২০টি গান আগামী ঈদসহ নভেম্বরে মাসে এর মধ্যে একে একে অবমুক্ত করা হবে।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ