বিনোদন প্রতিবেদক
জেমসকে নিয়ে সাবেক স্ত্রী রথির বিস্ফোরক মন্তব্য

ফাইল ছবি
নব্বইয়ের দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কানিজ রাবেয়া রথি। ১৯৯৩ সালে মুক্তি পায় তার অভিনীত ‘অবুঝ দুটি মন’ সিনেমা। এই ছবিই রথিকে পরিচিতি এনে দেয়। এর আগেই ১৯৯১ সালে ভালোবাসে বিয়ে করেছিলেন নগরবাউল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট ফারুক মাহফুজ আনাম জেমসকে।
২০০৩ সালে এই সংসার ভেঙে যায়। তাদের সেই সংসারে রয়েছে দুই সন্তান আবরার আলভী দানিশ ও জান্নাতুল ফেরদৌস। বর্তমানে মা রথির সঙ্গেই রাজধানীর উত্তরায় থাকেন তারা। সম্প্রতি গণমাধ্যমে জেমসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রথি। তিনি জানিয়েছেন, এই দুই সন্তানের খোঁজ নেন না জেমস।
রথির দাবি, প্রথম দিকে হঠাৎ হঠাৎ ফোন করতো, এরপর আর কোনো যোগাযোগ নেই। অনেক আগে হাই–হ্যালো হতো, এখন তো তাও নেই। ঈদের মতো উৎসবে যেমন খবর নিত না, তেমনি ছেলেমেয়েদের জন্মদিন শুভেচ্ছা পর্যন্ত জানাত না। অথচ আমি শুনেছি, ও সব জায়গায় বলে বেড়ায় সন্তানদের সবকিছু চালায়।
এক সময়ের নায়িকা রথি আরো বলেছেন, এই করোনায় সন্তানদের একটিবার খোঁজ নেয়নি। মেয়েটা কিছুদিন আগে এসএসসি পাস করেছে, ফলাফল বাবাকে হোয়াটসঅ্যাপে জানায়, এসএমএস দেখেছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। একটা উইশ পর্যন্ত করেনি।
জেমসের কারণেই সিনেমা ছেড়েছেন জানিয়ে রথি বলেন, নব্বইয়ের দশকে ‘আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর জেমসের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। সেই সম্পর্ক বিয়েতে গড়ায়। তবে বিয়ের পর সিনেমা ‘না’ করার শর্ত জুড়ে দেন জেমস। জেমসের কথা মেনে সিনেমা ছেড়ে দেই।
তিনি জানান, তবে ২০০২ সালে না জনিয়ে জেমস বেনজির সাজ্জাদকে বিয়ে করলে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয় বলে দাবি কানিজ রাবেয়া রথির। ২৭ বছর আগে সিনেমা ছাড়লেও পরবর্তী সময়ে নাটক, টেলিছবি ও বিজ্ঞাপন চিত্রে কাজ করলেও গত ৯ বছর ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত নেই রথি।
এদিকে ২০১০ সালের শেষ দিকে সৈয়দ নজরুল ইসলাম বিপু নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন রথি। কিন্তু সেই বিয়েও টেকেনি। বর্তমানে নিজের মতো করে সন্তানদের নিয়ে থাকছেন তিনি।
আইনিউজ/এসবি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ