Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪:২৯, ২৮ জুন ২০২০
আপডেট: ০৪:৩১, ২৮ জুন ২০২০

জাস্টিন বিবারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

সম্প্রতি জাস্টিন বিবারের যৌন হয়রানির অভিযোগ করেছেন দুই নারী। বিষয়টাকে হালকাভাবে নেননি বিবারও। এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।

অভিযোগকারী দুই নারীর বিরুদ্ধে ১০ মিলিয়ন ডলার করে মোট ২০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন জাস্টিন বিবার।

২০ জুন সন্ধ্যায় টুইটারে এক নারী ড্যানিয়েল নামের একটি অ্যাকাউন্ট থেকে দাবি করেন তাকে ২০১৪ সালে টেক্সাসের অস্টিনে নিজের পাঁচ তারা হোটেলে কক্ষে আমন্ত্রণ জানিয়েছিলেন বিবার। সেখানে তাকে যৌন হেনস্থা করেছিলেন তিনি। পরে টুইটটি মুছে ফেলেছেন সেই নারী। কিন্তু ততক্ষণে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

একই অভিযোগ করেছেন আরেক নারী। তিনি অভিযোগ করে বলেন, ২০১৫ সালে নিউ ইয়র্কে মেট গালা অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন বিবার। তখন তাকে হেনস্তা করেন বিবার।

জেএ/আই নিউজ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ