Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ৩০ জুন ২০২০

হাসান ইমাম-লায়লা জুটির ৫৫তম বিবাহবার্ষিকী

আজ ৩০ জুন যুগল জীবনের ৫৫তম বছর পূর্ণ করলেন ঢাকার সংস্কৃতি অঙ্গনের বর্ষীয়ান জুটি সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান। 

করোনা পরিস্থিতির কারণে ঘরোয়া পরিবেশে দিনটি উদযাপন করছেন এই দম্পতি। এই দম্পতির মেয়ে সঙ্গীতা ইমাম সোশ্যাল মিডিয়া পোস্টে মা-বাবাকে শুভেচ্ছা জানান।

মঙ্গলবার প্রথম প্রহরে সঙ্গীতা ফেসবুকে লেখেন, “আব্বু আম্মুকে ৫৫তম বিবাহবার্ষিকীর অভিনন্দন। আজ থেকে ছাপ্পান্ন বছর আগে এই দিনে দুজন সংস্কৃতিমান মানুষের যুগলজীবনের সূচনা হয়। গুরুজনদের আশীর্বাদে, বন্ধুদের ভালোবাসায় এবং আমার দাদীর ঐকান্তিক স্নেহে তিনজনের সেই সংসার অনেক বড় আজ। আমরা তিন ভাইবোন যুক্ত হলাম সেই সংসারে।” 

তিনি আরও লিখেন, “আব্বু-আম্মুর জীবনে সামাজিক-রাজনৈতিক নানা ঘাত প্রতিঘাত এলেও, দুজনের বোঝাপড়া, বিশ্বাস, নির্ভরতার বন্ধন উদাহরণযোগ্য। কখনো কোনদিন সেখানে কোন বিরোধ আসেনি। দৈনন্দিন জীবনের খুনসুঁটি তো আছেই তবে নেই কোন সাংসারিক বা সাংস্কৃতিক বিবাদ। দুজন দুজনের কাজের উৎসাহদাতা এবং সমালোচক।”

“আমরা ভাইবোনেরা বিভিন্ন মহাদেশে ছড়িয়ে থাকলেও এখনো আব্বু আম্মুর স্নেহের উষ্ণ ছায়ায়। আমাদের জীবনে আব্বু-আম্মু আদর্শই চূড়ান্ত পাথেয়।”

“তোমাদের এই সুন্দর যুগলবন্দী আরও বহুবছর এমনি করে সুর ছন্দের মুর্ছনায় সুবাসিত হোক। ধন্য আমরা তোমাদের সন্তান হয়ে। ভালোবাসা”, বলেন সঙ্গীতা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ