Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৩৩, ১ জুলাই ২০২০
আপডেট: ০২:৩৪, ১ জুলাই ২০২০

সিনেমা বা সিরিয়াল ডিঙিয়ে টিকটকেই বেশিবার শিরোনাম হলেন জাভেদ

দু’দিন আগেই খবর চাউর হয় বলিউডের জাভেদ হায়দার এখন সবজি বিক্রেতা। এমন খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ভারতজুড়ে শুরু হয় গুঞ্জন। তবে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলে এমন খবর ঊড়িয়ে দিলেন বলিউডের ‘গুলাম’ ‘বাবর’ এবং ’দাবাং’ ছবির এই অভিনেতা। তিনি জানান, মূলত মেয়ের জন্যই এমন কান্ড করেছেন।

জাভেদ টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলে  জানান, ‘আমি সত্যি সত্যি সবজি বিক্রি করছি না। টিকটক ভিডিও বানানোর জন্য করছি। এই লকডাউনে নিজেকে ব্যস্ত রাখার জন্য, হতাশামুক্ত রাখার জন্য করছি। আমার মেয়ে টিকটক ভিডিও বানায়। ওকে দেখে মনে হলো, আমিও তো সময়টা এভাবে কাজে লাগাতে পারি। মানুষ কাজের অভাবে হতাশায় আত্মহত্যা করছে, আমি এভাবে নিজেকে ব্যস্ত রাখছি, খুশি থাকছি।’

জাভেদ হায়দারের এই বুদ্ধি পছন্দ করেছে টিকটকের অধিবাসীরা। মুহূর্তেই হাজার, হাজার লাইক এসে জড়ো হয়েছে। হায়দারকে দেখা গেছে আমির খানের ‘গুলাম’ (১৯৯৮) ছবিতে। মাত্র ৭ কোটি ২০ লাখ রুপি খরচ করে বানানো ছবিটি বক্স অফিসে তুলে এনেছিল ২৪ কোটি ২০ লাখ রুপি।

আরেক অভিনয়শিল্পী ডলি বিন্দ্রা টুইটারে জাভেদের টিকটক ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘একদা তিনি অভিনয়শিল্পী ছিলেন, আর আজ সবজি বিক্রেতা।’ ডলি আরও জানান, ২০০৯ সালে ‘বাবর’ সিনেমাতেও তাঁকে দেখা গেছে। দেখা গেছে টিভি সিরিজ ‘জেনি ঔর জুহু’তেও। ২০১৭ সালে, ‘লাইফ কি অ্যাসি কি তেসি’ ছবির পর ২০১৯ সালের দাবাং থ্রি ছবিতেও দেখা দিয়েছেন জাভেদ। লকডাউন এবার সেই জাভেদ হায়দারকে টিকটক স্টার বানাল। সিনেমা বা সিরিয়াল করে যতবার খবর হয়ে আসেননি, টিকটক তারকা হয়ে তার চেয়ে বেশিবার গণমাধ্যমে খবর হয়ে এলেন।

জেএ/আই নিউজ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ