Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ১ জুলাই ২০২০
আপডেট: ১৪:৩০, ১ জুলাই ২০২০

অ্যামাজনের সাথে প্রিয়াঙ্কার মিলিয়ন ডলারের চুক্তি

বলিউডে বিশ্বের বড় বড় ভিডিও প্ল্যাটফর্মগুলো তাদের বিনিয়োগ করে যাচ্ছে। সেই কাজে পিছিয়ে নেই অ্যামাজনও। তাই সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে বড় অঙ্কের অর্থ দিয়ে টেলিভিশন-চুক্তি করেছে অ্যামাজন।

মার্কিন মিডিয়া ম্যাগাজিন ভ্যারাইটি জানিয়েছে, অ্যামাজন স্টুডিওর প্রধান জেনিফার সাল্কের সঙ্গে দুই বছরের জন্য প্রিয়াঙ্কার সাথে মাল্টিমিলিয়ন ডলারের এই চুক্তি হয়েছে।

‘নিজস্ব কনটেন্ট এবং চরিত্র সৃষ্টি করতে প্রিয়াঙ্কা মুখিয়ে আছেন,’ সাল্কে ভ্যারাইটিকে বলেন, ‘তিনি শক্তিশালী প্রডিউসার। আমরা তার সঙ্গে কাজ করতে যাওয়ায় রোমাঞ্চিত।’

অ্যামাজনের মতো প্রিয়াঙ্কাও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘নারীদের গল্প বলার ইচ্ছা অবশেষে পূরণ হচ্ছে। বিশ্বসেরাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি গর্বিত। অ্যামাজনের সঙ্গে আমার এই চুক্তি বৈশ্বিক। তাই আমি হিন্দি ভাষায় কাজ করতে পারবো, ইংলিশে পারবো, যেটা চাইবো সেটিতেই পারবো।’

চুক্তি ঠিক কত টাকায় হয়েছে সেটি জানা যায়নি। তবে এতটুকু বোঝা গেছে প্রযোজক প্রিয়াঙ্কা এবার বড় পরিসরে নিজেকে প্রকাশ করতে যাচ্ছেন।

তিনি বলেন, ‘অভিনেতা এবং প্রডিউসার হিসেবে সব সময় আমি মুক্ত ক্যানভাসে কাজ করতে চেয়েছি। আমার প্রডাকশন হাউজের এটাই প্রাণ।’

টেলিভিশন চুক্তির পাশাপাশি অ্যামাজনের সঙ্গে প্রিয়াঙ্কার আরও তিনটি প্রজেক্ট আছে। একটি ছবিতে সহপ্রযোজক হিসেবে কাজ করার পাশাপাশি অভিনয়ও করছেন। পাশাপাশি দুটি শোয়ের সঙ্গে যুক্ত।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ