Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৫, ২ জুলাই ২০২০

সুশান্তের ফরেনসিক রিপোর্ট প্রকাশ হয়েছে

গত ১৪ ই জুন বান্দ্রার কার্টার রোডের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। তাঁর ময়নাতদন্তের পূর্ণ রিপোর্টে স্পষ্ট যে, গলায় ফাঁস লাগিয়েই আত্মহত্যা করেছেন তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অবশ্য সুশান্তের পরিবারের অভিযোগ ছিল যে তাদের সন্তানকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

এর আগে আত্মহত্যার মামলার তদন্তে নেমে মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিনেতার ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট বলছে, আত্মহত্যাই করেছেন অভিনেতা। অন্য কোনো দিক নেই এই মৃত্যুতে। এর গলায় ফাঁস লাগার ফলে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পাশাপাশি রিপোর্টে আরও বলা হয়েছে, তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। গলা টেপার কোনো চিহ্ন মেলেনি,পাওয়া যায়নি নখের দাগ। তবু প্রয়াত অভিনেতার ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় ছিল পুলিশ।

মঙ্গলবার রাতে সুশান্তের ফরেনসিক রিপোর্টও প্রকাশ করা হয়েছে। সুশান্তের ফরেনসিক রিপোর্টে কোনো বিশেষ কেমিক্যাল পাওয়া যায়নি। পাওয়া যায়নি অ্যালকোহল। মুম্বাইয়ের জেজে হাসপাতালে সুশান্তের ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি জন্ম নেওয়া সুশান্ত পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট। তাঁর বড় চার বোন আছেন। ২০১৩ সালে ‘কাই পো চে’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সুশান্তর। একই বছরে মুক্তি পায় ‘শুদ্ধ দেশি রোমান্স’। ২০১৬ সালে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি সুশান্তকে। শুধু ক্যারিয়ার আর লাইফ নয়, ব্যক্তিগতভাবেও সুশান্ত ছিলেন অনেক মেধাবী। ছিলেন পদার্থবিজ্ঞানে জাতীয় অলিম্পিয়াড বিজয়ী। আকাশের রহস্যময় জগতের প্রতি ছিল এক অন্য রকম আকর্ষণ। এজন্য নিজের বাসার ব্যালকনিতে বসিয়েছিলেন টেলিস্কোপ।

জেএ/আই নিউজ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ