Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৫, ২ জুলাই ২০২০

বলিউড ছাড়ছেন সুশান্তের শেষ নায়িকা!

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সর্বশেষ ছবি ছিল ‘দিল বেচারা’। সেই ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করেন সাঞ্জানা সাংঘাই।

এই ছবি দিয়েই বলিউডে পা রাখছেন সঞ্জনা। আবার এমনও হতে পারে এটিই তার ক্যারিয়ারের শেষ ছবি। তেমনই প্রশ্ন উঠে আসছে অভিনেত্রীর সর্বশেষ সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। 

মঙ্গলবার (৩০ জুন) সুশান্তের আত্মহত্যার মামলায় মুম্বাই পুলিশের জেরার মুখে পড়েন সাঞ্জানা। প্রায় ৯ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। এরপর বুধবার (১ জুন) মুম্বাই ছেড়ে নিজের শহর দিল্লির উদ্দেশ্যে রওনা দেন নায়িকা। মুম্বাই এয়ারপোর্টে একটি ছবি পোস্ট করে বেশ কিছু লাইন লেখেন সাঞ্জানা। তার সেই লেখাতেই ইঙ্গিত মিলেছে বলিউডকে বিদায় জানানোর!

সাঞ্জানা লেখেন, খোদা হাফেজ মুম্বাই, ৪ মাস পর আপনার দর্শন হল। আমি দিল্লি ফিরে চললাম। আপনার রাস্তাগুলো একটু অন্যরকম লাগছিল, একদম ফাঁকা ছিল। হয়ত আমার মনে যে ব্যাথা রয়েছে সেটা আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। কিংবা হয়ত আপনিও অনেকখানি কষ্টের মধ্যে রয়েছেন। দেখা হবে শিগগিরিই কিংবা আর হবে না!

আগামী ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে দিল বেচারা। পরিচালক মুকেশ ছাবরার এই সিনেমার সঙ্গেই বলিউডে অভিষেক হচ্ছে সাঞ্জানার। তবে নিজের প্রথম সিনেমা মুক্তির আগে যে এইরকম একটা দুর্ঘটনা ঘটবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি সাঞ্জানা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ