Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৪, ৩ জুলাই ২০২০

তীর এবার সঞ্জয়লীলা বানসালীর দিকে

সুশান্তের রহস্যজনক মৃত্যুর তদন্তে এবার মুম্বাই পুলিশের তীর বলিউডের খ্যাতনামা পরিচালক সঞ্জয়লীলা বানসালী দিকে। ইতোমধ্যে পুলিশের তরফ থেতে এই পরিচালকের বাসায় আইনি নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় এবার সঞ্জয়লীলা বানসালীকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বাই পুলিশ। মূলত 'রামলীলা' ও 'বাজিরাও মাস্তানি' সিনেমার জন্য তাকে জেরা করা হবে। এই দুই সিনেমায় অভিনয় করার কথা ছিল অভিনেতার। কিন্তু যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে বানসালীর সিনেমায় অভিনয় করতে পারেননি নায়ক। আর সেকারণে তদন্তের স্বার্থে পরিচালকের বয়ান রেকর্ড করা হবে।

জানা গিয়েছে, ইতোমধ্যে সদ্য প্রয়াত অভিনেতার মৃত্যুর তদন্তের স্বার্থে বানসালীর বাসায় আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই বান্দ্রা থানায় ডাকা হবে 'পদ্মাবত' খ্যাত এই নির্মাতাকে।

এদিকে ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে 'আত্মহত্যা' স্পষ্টভাবে উল্লেখ থাকলেও পেশাগত রেষারেষি কিংবা শত্রুতার বিষয়টি একেবারেই উড়িয়ে দিচ্ছে না মুম্বাই পুলিশ। এ পর্যন্ত ২৭ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

প্রসঙ্গত, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিহারের মুজাফফরনগরে সঞ্জয়লীলা বানসালীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

জেএ/আই নিউজ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ