Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ৪ জুলাই ২০২০
আপডেট: ০০:২৯, ৪ জুলাই ২০২০

অনলাইনে মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’

অনলাইনে আগামী ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে বলিউডের জনপ্রিয় ‘ডার্টি পিকচার’ ছবির নায়িকা বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ সিনেমাটি। অনু মেননের পরিচালনায় এই ছবিটি অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে। মূলত এটি ‘মানব কম্পিউটার’ খ্যাত শকুন্তলা দেবীর বায়োপিক। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ও বাঙালী অভিনেতা যীশু সেনগুপ্ত।

ছবিটি প্রযোজনা করেছে বিক্রম মালহোত্রা এবং সোনি পিকচার্স নেটওয়ার্ক প্রোডাকশনস ।

‘শকুন্তলা দেবী’ সিনেমার মুক্তি নিয়ে টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন বিদ্যা বালান। যেখানে তিনি দর্শকদের খানিকটা দ্বিধায় ফেলার চেষ্টা করেন। এমনকি, অঙ্কের সমাধানও করতে বলেন তিনি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, 'এক অসাধারণ মস্তিষ্কের অনন্য গল্প।'

এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, 'গণিতে বিস্ময়কর ক্ষমতার অধিকারী শকুন্তলার চরিত্রে কাজ করতে পেরে আমি দারুন আনন্দিত। সত্যিই তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি নিজের স্বতন্ত্রতাকে প্রতিষ্ঠিত কর‍তে পেরেছিলেন। পাশাপাশি সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য অনেককে উদ্বুদ্ধ করেছিলেন।'

খানিকটা বিস্ময়ের সুরে বিদ্যা আরও বলেন, আমাকে সত্যিই যা মুগ্ধ করেছে, তা হলো মজাদার কোনও মানুষ গণিতের সঙ্গে যুক্ত হয়! আর সচারাচর এমনটা দেখাও যায় না। কিন্তু এই ধারণাটি তিনি সম্পূর্ণরূপে ভুল প্রমাণ করতে পেরেছেন।

জেএ/আই নিউজ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ