Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ৪ জুলাই ২০২০

আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেক্টিভ’

কলকাতার টিভি-সিনেমায় গোয়েন্দা কাহিনীর অনেক চাহিদা। তাইতো খুঁজে খুঁজে বের করে আনা হচ্ছে পুরোনো সাহিত্য। তারই পরিপ্রেক্ষিতে এবার পর্দায় আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘ডিটেক্টিভ’।

গল্পটি অবলম্বনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য নির্মিত হচ্ছে সিরিজ। মুখ্য ভূমিকায় আছেন অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, অম্বরীশ ভট্টাচার্য, সাহেব ভট্টাচার্য ও তৃণা সাহা।

এই ব্যাপারে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানান, মূল কাহিনির নির্যাসটুকু নিয়ে সিরিজের আকার দেওয়া হয়েছে। বলেন, ‘‘আমরা কাহিনির কোনো বিকৃতি ঘটাইনি। প্রেক্ষাপট ও সময় সবই এক রাখা হয়েছে। দুই এপিসোডের সিরিজের জন্য যতটুকু প্রয়োজন বাড়ানো হয়েছে।’’

লকডাউনের আগে দুদিন শুট হয় ‘ডিটেক্টিভ’। ২৫ জুন থেকে ফের ক্যামেরা চালু হয়েছে। লকডাউন পরবর্তী শুটে আগের মতোই লুক এবং ফিল রাখার চেষ্টা করছেন নির্মাতারা।

অনির্বাণ এর আগে একই প্ল্যাটফর্মে ব্যোমকেশ বক্সী করেছেন। তবে দুটি গোয়েন্দা চরিত্রে তারতম্য রয়েছে। ‘ডিটেক্টিভ’ অনেকটাই মজার ছলে লেখা গল্প।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ