Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ৫ জুলাই ২০২০

আজ বিটিভিতে ইত্যাদির নাটোরের সেই পর্ব

আজ রোববার( ৫ জুলাই) বিটিভিতে পুনঃপ্রচার হবে নাটোরের উত্তরা গণভবনে ধারণকৃত ‘ইত্যাদি’। অনুষ্ঠানটির এই পর্ব ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ধারণ করা হয়েছিল।

একসময়ে দিঘাপতিয়া রাজবাড়ী হিসেবে পরিচিত বর্তমানে ‘নাটোরের উত্তরা গণভবনে’ বসে এ আসর। যা প্রচারের পরপরই আলোচনায় আসে।

ইত্যাদির সেই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। একজন হতদরিদ্র শিক্ষক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দেলোয়ার হোসেনের জীবন সংগ্রামের ওপর রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন।

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আমের উৎপাদন ও সম্ভাবনা নিয়ে রয়েছে তথ্যবহুল প্রতিবেদন। এ ছাড়া মাগুরার বালিদিয়া গ্রামের জন্মান্ধ আবুল বাশারের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। 

দর্শকদের লালনগীতি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। গানটি ঢাকা ও ঢাকার আশেপাশে বিভিন্নস্থানে চিত্রায়ণ করা হয়। রয়েছে নাটোরের বিভিন্ন ঐতিহ্য নিয়ে আঞ্চলিক ভাষায় রচিত সংগীতের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে একটি নাচ।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় দীর্ঘকাল ধরে চলে আসছে ইত্যাদি। করোনাকালীন সময়ে সবাইকে আনন্দ দিতে আবারও সেই পর্ব প্রচারিত করা হবে। কেয়া কসমেটিক্‌সের সৌজন্যে একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ