Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ৫ জুলাই ২০২০

না ফেরার দেশে কৃষ্ণাঙ্গ অভিনেতা আর্ল ক্যামেরন

মারা গেলেন কৃষ্ণাঙ্গ অভিনেতা আর্ল ক্যামেরন। মৃত্যু কালে তার বিয়েস ছিল ১০২ বছর। আর্ল ক্যামেরনের জন্মস্থান বারমুডা।

ক্যামেরন ১৯৫১ সালে ‘পুল অব লন্ডনে’ অভিনয় করে আলোচনায় আসেন।জেমস বন্ডের ১৯৬৫ সালের একটি সিনেমায়ও ছোট একটি চরিত্রে তাকে দেখা গেছে।

ব্রিটেনে  তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। অন্য দেশে খুব একটা পরিচিতি ছিল না তার। ক্যামেরন সিনেমার পাশাপাশি এক সময় টেলিভিশনেও নিয়মিত অভিনয় করতেন। ব্রিটেনের জনপ্রিয় টিভি সিরিজ ‘ড. হু’তে অনেক দিন কাজ করেছেন তিনি।

ক্যামেরন ব্রিটেনে যান ১৯৩৯ সালে। এরপর লন্ডনের ওয়েস্ট এন্ডে মঞ্চনাটকে কাজ শুরু করেন। নিজেকে কখনো তিনি অগ্রপথিক ভাবেননি।

তার মৃত্যুতে কৃষ্ণাঙ্গ কমিউনিটির বর্তমান প্রজন্মের তারকারাসহ ব্রিটেনের অনেকে শোক প্রকাশ করেছেন। ডেভিড হেরউড তাকে ‘চিরকালের কিংবদন্তি’ বলে আখ্যা দিয়েছেন। 

প্যাটারসন জোসেফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তার প্রজন্মের অগ্রপথিকের ওপর ভর করে দাঁড়িয়ে আছে আমার প্রজন্ম।’

 

আইনিউজ/টিএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ