Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৩৯, ২১ এপ্রিল ২০২১

বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর হাতে নির্যাতিত: নোবেল

নোবেল

নোবেল

সারেগামাপা'র মঞ্চ থেকে পরিচিতি পাওয়া সংগীতশিল্পী মাঈনুল ইসলাম নোবেল। যাকে বেশিরভাগ সময় পাওয়া যায় নানা রকম মন্তব্য করতে। আর তাতে সমালোচনার শীর্ষে চলে আসেন। এবারও তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আর সেটাও নারী-পুরুষের অধিকার নিয়ে।

পোস্টে নোবেল লিখেন, 'ইদানিং নারীর অগ্রাধিকার চর্চা করতে গিয়ে আমরা ‘সমাধিকার’ শব্দটি ভুলে যাচ্ছিনা তো? কিছু হইলেই আগে পুরুষরে ধইরা পিটাও! অথচ রিসার্চে পাওয়া গেছে, বাংলাদেশে ৮০% বিবাহিত পুরুষ স্ত্রীর মানসিক নির্যাতনের শিকার। বিষয়টা একবার ভেবে দেখবেন।' 

এমন পোস্টের কারণে স্বাভাবিকভাবে আলোচনায় এসেছেন নোবেল।পোস্টের নিচে অনেকেই নোবেলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার মজা হিসেবে নিচ্ছেন।

কিছু কিছু লোক নোবেলকেই প্রশ্ন ছুঁড়েছেন, 'আপনিও কি বউয়ের হাতে নির্যাতিত হন প্রতিদিন?

আইনিউজ/এসডিপি

মানুষটা আমি তার ছেঁড়া: নোবেল

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ